Ashram

Ashram: কী আছে ‘আশ্রম’-এ? শুধু ‘ব্যাভিচার’ দেখানোর কারণেই কি প্রকাশের মুখে কালি ছেটাল বজরং দল?

ববির মুখেও কালি ছেটানোর চেষ্টা করেছিলেন বজরং দলের সদস্যরা। কিন্তু সে উদ্দেশ্য সফল হওয়ার আগেই বিশেষ নিরাপত্তায় তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৪:৫৮
কী এমন রয়েছে প্রকাশ ঝা-র ‘আশ্রম’-এ, যার জন্য তাঁর মুখে কালি ছেটাল বজরং দল?

কী এমন রয়েছে প্রকাশ ঝা-র ‘আশ্রম’-এ, যার জন্য তাঁর মুখে কালি ছেটাল বজরং দল?

মুখে কালি, মারধর, ভাঙচুরকে সঙ্গী করেই শুরু হল ‘আশ্রম’-এর তৃতীয় সিজন। মধ্যপ্রদেশে ওয়েব সিরিজের সেটে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন বজরং দলের কর্মীরা। পরিচালক প্রকাশ ঝা-র নতুন ওয়েব সিরিজের নাম, বিষয়বস্তু নিয়ে ক্ষুব্ধ বজরং দল। তাদের অভিযোগ, ‘‘পরিচালক ওয়েব সিরিজের নাম রেখেছেন ‘আশ্রম’। যা ভারতের এক ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতি। কোনও একটি আশ্রমে ঘটা অপরাধের জন্য পরিচালক দেশের সব আশ্রমের দুর্নাম করতে পারেন না। ওয়েব সিরিজের ওই নাম রেখে আশ্রম সংস্কৃতির অবমাননা করেছেন ঝা।’’

কিন্তু কী এমন রয়েছে প্রকাশ ঝা-র ‘আশ্রম-এ, যার জন্য তার মুখে কালি ছেটাল বজরং দল?
গল্পে কাল্পনিক শহর কাশীপুরে নিজের সাম্রাজ্য স্থাপন করেছেন স্বঘোষিত গুরু। ‘কাশীপুর ওয়ালে বাবা নিরালা’ নামেই তাঁর পরিচয়। সেই কাশীপুরের নিম্ন মধ্যবিত্ত মানুষদের ভুল বুঝিয়ে নিজের ক্ষমতা বিস্তার করেন ‘বাবা’। খেটে খাওয়া মানুষের দলের কাছে তিনি মসিহা। সেই মানুষেরা যাতে তাঁর নামে সম্পত্তি দান করেন, আশ্রমের উন্নতিতে নিজেদের জীবন উৎসর্গ করেন, নিরন্তর তার চেষ্টা চালান নিরালা বাবা।

Advertisement

দর্শকদের মতে, গুরমিত রাম রহিম সিংহকেই ‘বাবা নিরালা’র চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে শিষ্য খুনে দোষী সাব্যস্ত হয়েছেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।

প্রথম সিরিজ থেকেই ‘বাবা নিরালা’র চরিত্রে অভিনয় করছেন ববি দেওল। এ ছাড়াও রয়েছেন ত্রিধা চৌধুরী এবং অদিতি পোহাঙ্কর। ববি দেওলের মুখেও কালি ছেটানোর চেষ্টা করেছিলেন বজরং দলের সদস্যরা। কিন্তু সে উদ্দেশ্য সফল হওয়ার আগেই বিশেষ নিরাপত্তায় তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
বজরং দলের আয়োজক সুশীল সুরেলে বলেছেন, ‘‘প্রকাশ ঝা তাঁর ওয়েব সিরিজে দেখাচ্ছেন— আশ্রমে এক গুরু মহিলাদের অসম্মান করছেন। গির্জা বা মাদ্রাসার অন্দরমহলে এ রকম একটি গল্প কি দেখাতে পারবেন তিনি? দেখালে কী পরিমাণ প্রতিবাদ আসবে, জানতে চাই। কী মনে করেন তিনি নিজেকে?’’

যদিও ঘটনার পর বজরং দলের সঙ্গে প্রকাশের কথা হয়েছে বলে দাবি করেছেন সুশীল। তাঁর বক্তব্য, প্রকাশ তাঁদের দাবি মেনে ওয়েব সিরিজের নাম বদলাতে রাজি হয়েছেন।

আরও পড়ুন
Advertisement