ম্যাগনাস কার্লসেনের হাতে জোড়া ট্রফি। ছবি: সংগৃহীত।
দু’দিন আগে র্যাপিড বিভাগে জিতেছিলেন। এ বার ব্লিৎজ়েও ট্রফি জিতলেন ম্যাগনাস কার্লসেন। টাটা স্টিল চেস ইন্ডিয়া প্রতিযোগিতায় সবার আগে শেষ করলেন নরওয়ের দাবাড়ু। পাঁচ বছর পর শহরে এসে দু’টি ট্রফিই জিতলেন তিনি।
ব্লিৎজ় বিভাগের দ্বিতীয়ার্ধে মাত্র ০.৫ পয়েন্টে শীর্ষে ছিলেন কার্লসেন। পর পর পাঁচটি ড্র করেন আর প্রজ্ঞানন্দ, ওয়েসলি সো, আব্দুসাত্তারভ নোদিরবেক, ভিনসেন্ট কেমার এবং নিহাল সারিনের বিরুদ্ধে। তাতেও তিনি শীর্ষে ছিলেন। তখন অর্জুন এরিগাইসির কাছে সুযোগ এসে গিয়েছিল কার্লসেনকে টপকে শীর্ষে চলে যাওয়ার। কিন্তু শেষ দিকের রাউন্ডগুলিতে খারাপ খেলেন অর্জুন। তিনটি ম্যাচ হারেন। ফলে শেষ রাউন্ডের আগেই চ্যাম্পিয়ন হন কার্লসেন। তিনি ১৩ পয়েন্ট পেয়েছেন। রানার-আপ হয়েছেন সো। অর্জুন শেষ করেছেন তৃতীয় স্থানে।
মহিলাদের বিভাগে ক্যাটেরিনা লাগনো আগাগোড়া দাপট দেখিয়ে ট্রফি জিতেছেন। তিনি ১১.৫ পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে ভ্যালেন্টিনা গুনিনা এবং আলেকসান্দ্রা গোরিয়াচকিনা। প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, দিব্যেন্দু বড়ুয়া প্রমুখ।