Radhika Apte Husband

তুষার কপূরের সঙ্গে বিচ্ছেদ, গোপনে বিয়ে সারেন রাধিকা আপ্তে, স্বামীর রয়েছে বলিউড যোগ

তাঁদের গোপন বিয়ের কথা কাকপক্ষীতেও টের পায়নি। ২০১৩ সালে বিয়ের কথা নিজেই ফাঁস করেন রাধিকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৭:১৮
(বাঁ দিকে) তুষার কপূর, রাধিকা আপ্তে (ডান দিকে)।

(বাঁ দিকে) তুষার কপূর, রাধিকা আপ্তে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বলিউডে নায়ক-নায়িকার প্রেম আর নতুন কী! প্রায়শই বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়ায় মায়ানগরীতে। সেই স্রোত থেকে বাদ পড়েননি রাধিকা আপ্তে। বলিপাড়ার অভিনেতা জিতেন্দ্র-পুত্র তুষার কপূরের প্রেমে এক সময় নাকি হাবুডুবু খেয়েছিলেন রাধিকা। একটা সময় তুষারের সঙ্গে রাধিকার সম্পর্কের গুঞ্জনে সরগরম ছিল বি-টাউন। যদিও এই সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি তাঁরা। রাধিকা-তুষারের সম্পর্ক পরে ফিকেও হয়ে যায়। তার পর ২০১২ সালে লোকচক্ষুর আড়ালে গিয়ে মিউজিশিয়ান বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। তাঁদের গোপন বিয়ের কথা কাকপক্ষীতেও টের পায়নি। পরের বছর, অর্থাৎ, ২০১৩ সালে বিয়ের কথা নিজেই ফাঁস করেন রাধিকা।

Advertisement

ব্যক্তিগত জীবনে প্রচারের আলো এসে পড়ুক, তা বোধহয় কখনওই চান না এই অভিনেত্রী। সযত্নে গোপনীয়তা বজায় রেখেছেন ব্যক্তিগত জীবনে। তাই জীবনের নতুন সুখবরটিও চমকের আকারেই অনুরাগীদের সামনে হাজির করলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় সম্প্রতি লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন রাধিকা। সেখানে তাঁর স্ফীতোদর নজরে আসতেই খবর ছড়িয়ে পড়ে। পরে উৎসবে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন অভিনেত্রী। তার পরেই ফের আলোচনার কেন্দ্রে রাধিকার স্বামী। পেশায় বেহালা বাদক ও সুরকার। এই বেনেডিক্ট একাধিক হলিউড ও বলিউড ছবি ও ওয়েব সিরিজ়ের সঙ্গে যুক্ত ছিলেন। যাঁর মধ্যে উল্লেখ্য ‘উড়তা পঞ্জাব’, ‘নিউটন’, ‘শিপ অফ থিসিয়াস’। এ ছাড়াও যে ওয়েব সিরিজ়ের সঙ্গে যুক্ত ছিলেন সেগুলি হল ‘হীরামন্ডি’, ‘কিলার সুপ’, ‘ঘাউল’।

স্বামীর সঙ্গে রাধিকা আপ্তে।

স্বামীর সঙ্গে রাধিকা আপ্তে। ছবি : সংগৃহীত।

Advertisement
আরও পড়ুন