TRP Ratings

শীর্ষে ‘নিম ফুলের মধু’, টিআরপি তালিকায় নম্বর কমছে সিরিয়ালের, নেপথ্যে কি নির্বাচনী আবহাওয়া?

ভোটের দামামা বেজেছে। একাধিক সিরিয়ালের নম্বর কমতে শুরু করেছে। চলতি সপ্তাহে কে কোথায় দাঁড়িয়ে?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ১৩:৪৭
Which serial leads the TRP competition in the week of 8th March to 13th March 2024

‘নিম ফুলের মধু’ সিরিয়ালের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

টলিপাড়ার সিরিয়ালের সাপ্তাহিক ফলাফল প্রকাশ্যে। বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় শীর্ষ স্থান নিজের দখলে রেখেছিল জি বাংলার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। কিন্তু গত সপ্তাহে তারা সেই জায়গা হারিয়েছে। এ দিকে চলতি সপ্তাহে তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে, সিংহভাগ সিরিয়ালের নম্বর কমেছে। লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, সিরিয়ালের নম্বর কমার নেপথ্যে রয়েছে নির্বাচনী হাওয়া।

Advertisement

চলতি সপ্তাহেও তালিকায় শীর্ষে রয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। তাদের প্রাপ্ত নম্বর ৮.৩। মাত্র ০.১ নম্বরের ব্যবধানে দ্বিতীয় হয়েছে ‘জগদ্ধাত্রী’। পর্ণা-সৃজন এবং জ্যাস-সয়ম্ভু, দুই জুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আগামী দিনেও নজর থাকবে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রোহিত ও ফুলকির গল্প। ‘ফুলকি’র প্রাপ্ত নম্বর ৮.৩। অন্য দিকে ৭.৯ নম্বর পেয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার সিরিয়াল ‘গীতা এল.এল.বি’। পঞ্চম স্থানে রয়েছে ‘কথা’। তাদের প্রাপ্ত নম্বর ৭.৩।

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় একাধিক সিরিয়ালের নম্বর। যেমন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়াল গত সপ্তাহে পেয়েছিল ৭.৮। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.২। আবার সম্প্রতি ‘বঁধুয়া’ সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়েছে। তাই এ সপ্তাহে ‘সন্ধ্যাতারা’র সঙ্গে তাদের নম্বর ভাগাভাগি হয়েছে। টেলি জগতের একাংশের আশঙ্কা, ভোটের দিন এগোনোর সঙ্গে সঙ্গেই সিরিয়ালের নম্বরেও আগামী কয়েক সপ্তাহে ব্যাপক তারতম্য দেখা যেতে পারে। এ সপ্তাহে বাকিরা কে কোথায় দাঁড়িয়ে? রইল চার্টে—

Which serial leads the TRP competition in the week of 8th March to 13th March 2024

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

Advertisement
আরও পড়ুন