Deepak Adhikari

Dev: বিয়ে করা নয়, সুখী থাকাটাই বড়, বান্ধবী রুক্মিণীকে বিয়ে নিয়ে সহজ-সরল দেব

দেবের জীবনদর্শন বলছে, অসুখী দাম্পত্যের চেয়ে সুখী বন্ধুত্বে এই প্রজন্ম বিশ্বাসী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ০৯:৪৮
দেব এবং রুক্মিণী।

দেব এবং রুক্মিণী। ফাইল চিত্র।

সার বুঝেছেন দেব। যত না বিয়ে হচ্ছে, তার থেকে বিচ্ছেদের সংখ্যা বেশি!

ওই কারণেই কি ‘রাজু’ ওরফে দেব অধিকারী সাত পাকের বাঁধনে বাঁধা পড়ছেন না? আনন্দবাজার অনলাইনের শনিবাসরীয় লাইভ আড্ডায় এসে এই প্রথম সরাসরি এ নিয়ে কথা বললেন সাংসদ-তারকা। বিয়ের কথা উঠতেই তাঁর যুক্তি, যে হারে বিয়ে ভাঙছে, তাতে বিয়ে করার চেয়ে ভাল থাকাটাই বেশি জরুরি। তার পরেই হাসতে হাসতে তাঁর সংযোজন, ‘‘বিয়ে তো যে কোনও দিন করতেই পারি। অনুষ্ঠানে কাছের মানুষদের ডেকে খাওয়াবও। এত ধুমধামের সেই বিয়ে যদি ১০ দিনও না টেকে? তখন?’’

Advertisement

দেবও কি তা হলে বাকিদের মতো ‘সম্পর্কের নিরাপত্তাহীনতায়’ ভুগছেন? সেটাও এক কথায় নাকচ করেছেন অভিনেতা। 'টনিক'-এর মতে, তিনি বিবাহ নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। কিন্তু এক্ষুণি বিয়ের পিঁড়িতে বসতে মানসিক ভাবে প্রস্তুত নন। কার, তাঁর কাঁধে প্রচুর দায়িত্ব। সামনে প্রচুর কাজ। একই সঙ্গে, ‘তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্র’, এই তকমাতেও সিলমোহর দিয়েছেন দেব। বলেছেন, ‘‘রুক্মিণী সবে বলিউডে কাজ করতে শুরু করেছে। পাশাপাশি, বাংলাতেও কাজ করছে। আমি ওর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।’’

অর্থাৎ, কাজ নিয়ে, ব্যস্ততা নিয়ে ভাল আছেন দেব। তাঁর সঙ্গে একই ভাবে ভাল আছেন রুক্মিণীও। তাঁরা আপাতত এ ভাবেই থাকতে চান বলে দাবি 'গোলন্দাজ'-এর অভিনেতার। কারণ, দেবের জীবনদর্শন বলছে, অসুখী দাম্পত্যের চেয়ে সুখী বন্ধুত্বে এই প্রজন্ম বিশ্বাসী।

Advertisement
আরও পড়ুন