Rupam Islam

বিচারকের আসনে ভাল লাগছে, অন্যদের নম্বর দিতে আমার ভালই লাগে: রূপম

শুরু হচ্ছে ‘সুপার সিঙ্গার’-এর নতুন সিজ়ন। এই সিজ়নে বিচারকের আসনে দেখা যাবে রূপম ইসলামকে। নতুন ভাবে দর্শকের সামনে নিজেকে তুলে ধরবেন সঙ্গীতশিল্পী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৮:০০
‘সুপার সিঙ্গার’-এর নতুন সিজ়নে বিচারকের আসনে রূপম ইসলাম।

‘সুপার সিঙ্গার’-এর নতুন সিজ়নে বিচারকের আসনে রূপম ইসলাম। ফাইল চিত্র।

রূপম ইসলামের ভক্তের সংখ্যা অগুনতি। প্রিয় গায়কের কনসার্ট দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন তাঁর স্রোতারা। এ বার রূপমের অনুরাগীদের জন্য আসছে চমক। প্রত্যেক সপ্তাহেই এ বার তাঁকে পাওয়া যাবে হাতের নাগালেই। কারণ, আসছে ‘স্টার জলসা’র রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর চতুর্থ সিজ়ন। এই শো-এ বিচারকের আসনে দেখা যাবে রূপম ইসলামকে। সঙ্গে থাকছেন মোনালি ঠাকুর এবং শান।

Advertisement

মোনালি এবং শানকে বিভিন্ন রিয়্যালিটি শো-এ আগেও বিচারক হিসাবে দেখেছেন দর্শক। কিন্তু শেষ কয়েক বছরে অতিথি হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও রূপমকে দর্শক তেমন ভাবে পাননি। হঠাৎ কী মনে করে রাজি হলেন এই নতুন কাজে? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় রূপমের সঙ্গে।

রূপমের কথায়, “ব্যান্ড-এ-মাতরম নামক একটি শো-এ বহু বার বিচারকের আসনে আমি ছিলাম। হ্যাঁ, তথাকথিত বর্তমান কোনও রিয়্যালিটি শো-এ দেখা যায়নি। এর আগে আমায় কেউ বলেননি, তাই যাইনি। তবে কোভিড পরিস্থিতির সময় অন্য একটি চ্যানেলের এমনই এক গানের শো-এ ডাক পেয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেই সময় বাড়ির বাইরে শুটিং করতে যাওয়ার পক্ষপাতী ছিলাম না আমি। তার পর এই বার ‘স্টার জলসা’ থেকে যোগাযোগ করে।”

বিচারক পদের এই নতুন দায়িত্ব পেয়ে কতটা উপভোগ করেছন রূপম? তাঁর স্পষ্ট উত্তর, “আমি বহু বছর শিক্ষকতা করেছি। তাই আমার না, অন্যদের নম্বর দিতে বেশ ভালই লাগে।”

‘সুপার সিঙ্গার’-এর প্রথম শিডিউলের শুটিং শেষ। আবার আগামী মাসে হবে দ্বিতীয় শিডিউলের শুটিং।

Advertisement
আরও পড়ুন