বৃহস্পতিবার প্রকাশ্যে এল ছবির প্রচার ঝলক। হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়-সহ ছবির পুরো টিম। নিজস্ব চিত্র।
দুর্গাপুজোর একটা রাত। রাজনীতি, গার্হস্থ্য হিংসা, ধর্মবৈষম্য, নারী শক্তি— রঞ্জন ঘোষের নতুন ছবি সমাজের এমন অনেক দিকের কথা বলবে। ‘হৃদমাঝারে’, ‘রং বেরঙের কড়ি’, ‘আহা রে’-র পর অন্য স্বাদের গল্প সেলুলয়েডে আনতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই ‘মহিষাসুরমর্দিনী’ ঘুরে ফেলেছে বেশ কিছু চলচ্চিত্র উৎসব। এ বার শহরবাসীদের দেখার পালা।
বৃহস্পতিবার প্রকাশ্যে এল ছবির প্রচার ঝলক। হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়-সহ ছবির পুরো টিম। পরিচালকের কথায়, “১০ বছরের পরিশ্রমের ফল এই ছবি। সারা দেশে ঘুরে এলেও আমার নিজের শহরের দর্শককে অবশেষে এই ছবি দেখাতে পারব, সেটা ভেবেই ভাল লাগছে। দর্শকই তো ভগবান।”
সমাজের যে নারীরা প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাঁদের কথাই বলবে স্তুতি। ঋতুপর্ণা বললেন, “এই ছবি মুক্তি পাওয়া খুবই দরকার। সমাজে মাঝেমাঝে এমন কিছু ঘটে যায় যা দেখলে নিজেকে খুব অসহায় লাগে। হয়তো কিছু করতে পারব না। তবে এই ছবির মাধ্যমেই নারীদের গর্জে ওঠার বার্তা দিতে পারব।”
প্রথম বার রঞ্জনের পরিচালনায় কাজ করলেন শাশ্বত। অভিনেতার কথায়, “কিছুই বলব না। শুধু বলব ছবিটা গিয়ে দেখে আসুন। ঋতু তো অনবদ্য। আর একটা ছবি তো দাঁড়িয়ে থাকে লেখার উপর। রঞ্জনের লেখা অসাধারণ।” এই নভেম্বরে মুক্তি পেতে চলেছে ‘মহিষাসুরমর্দিনী’।