Jeet Ganguly

এক বছর বাংলা ছবি থেকে দূরে! রাজের ছবিতে কাকে নিয়ে ফিরছেন জিৎ?

রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর বন্ধুত্ব বহু দিনের। ১০ বছর পরে আবারও বন্ধুর ছবিতে সুর দিলেন জিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ২০:২১
জিৎ গঙ্গোপাধ্যায়।

জিৎ গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র।

জিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অনুরাগীরা দ্বিধাবিভক্ত। এক দলের দাবি, তিনি অনেক বছর পরে বাংলা ছবির গানে আবার সুর দিলেন। আর এক দলের দাবি, তিনি অনেক বছর পরে রাজ চক্রবর্তীর ছবির গানে সুর দিলেন। সদ্য মুক্তি পেয়েছে রাজের শীতের ছবি ‘সন্তান’। সেখানেই সুরকার হিসেবে জিতের নাম জ্বলজ্বল করছে। এবং তার পরেই তাঁকে নিয়ে চর্চা শুরু।

Advertisement

অনুরাগীদের কোন মত সত্যি? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল। জিতের কথা অনুযায়ী, “ছায়াছবিতে আমার এখনও পর্যন্ত শেষ সুর 'আবার বিবাহ অভিযান’। ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর। তার পর ছবির দুনিয়া থেকে একটু দূরে ছিলাম। নিজস্ব গান নিয়ে, বিজ্ঞাপনী ছবির জন্য গান তৈরির ব্যস্ততার কারণেও। কিছু জন সেটাকেই হয়্তো ‘অনেক দিন’ বলে মনে করছেন। সাল, তারিখ মেলালে আমার দূরত্বের মেয়াদ মাত্র এক বছর।” উল্লেখ্য, জিতের পুজোর মিউজ়িক ভি়ডিয়ো মাত্র এক মাসে ১০ লক্ষ দর্শক দেখে ফেলেছেন। তিনি আরও জানিয়েছেন, রাজ চক্রবর্তীর ছবিতে বরং অনেক বছর পরে সুর দিলেন আবার। অতীত হাতড়ে সুরকার-শিল্পীর দাবি, সম্ভবত ১০ বছর পরে আবারও গাঁটছড়া তাঁদের।

বন্ধুর ছবিতে গান মানেই বিশেষ কিছু। সে কথা মাথায় রেখে ‘সন্তান’-এর হাত ধরে বাংলায় প্রথম গাইতে চলেছেন বিশাল মিশ্র। জিৎ বলেছেন, “গুণী ছেলে। ভাল সুর দেয়, গায় ভাল। আমার সুরে এই প্রথম বাংলা গান গেয়েছে। মন বলছে, দর্শক-শ্রোতার ওর কণ্ঠ ভাল লাগবে।” ছবিতে তিনটি গান। বিশাল ছাড়াও কণ্ঠ দিয়েছেন অমিত কুমার, অভিজিৎ ভট্টাচার্য। সুরকার জানিয়েছেন, ছবিতে বিয়োগান্তক একটি দৃশ্যে নেপথ্যে বিশালের গান ব্যবহৃত হবে।

Advertisement
আরও পড়ুন