Janhvi Kapoor

অনিল কপূরের ভাইজির বেলি ডান্স! মোহিত নেটদুনিয়া

এ বার সেই তালিকায় নাম লেখালেন জাহ্নবীর খুড়তুতো বোন শানায়া কপূর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ১১:৩৯
ট্রেনারের সঙ্গে শানায়া কপূরের বেলি ডান্স। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেনারের সঙ্গে শানায়া কপূরের বেলি ডান্স। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বলিউড দুনিয়ায় কপূর পরিবার বেশ পরিচিত নাম। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ও নাচের ভিডিয়ো পোস্ট করে প্রায়শই খবরের শিরোনামে আসেন জাহ্নবী কপূর, খুশি কপূররা। বেশ কয়েক মাস আগে জাহ্নবীর বেলি ডান্সের ভিডিয়ো শোরগোল ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার সেই তালিকায় নাম লেখালেন জাহ্নবীর খুড়তুতো বোন শানায়া কপূর।

শানায়া হলেন অনিল কপূরের ভাইজি। তাঁর বাবা সঞ্জয় কপূর। সম্প্রতি শায়ানার ট্রেনার সঞ্জনা মুথরেজা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে তাঁর সঙ্গে বেলি ডান্স করতে দেখা যাচ্ছে শানায়াকে। কালো পোশাক পরে তাঁরা দু’জন ড্রামের তালে দোলাচ্ছেন নিজেদের কোমর।

Advertisement

ট্রেনার সঙ্গে শানায়ার নাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। তাঁর নাচের দক্ষতা দেখে অভিভূত হয়েছেন নেটিজেনরা। তাই পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে নেটিজেনদের প্রশংসায়। দেখুন সেই ভিডিয়ো-

Love for drum solos !!! @shanayakapoor02 #bellydance #dance #music #bellydancing #turkish #artofbellydancewithsanjana #sanjanamuthreja #shanayakapoor Music: Harem #yasarakpence

A post shared by Sanjana Muthreja (@sanjanamuthreja) on

আরও পড়ুন: ‘প্যারিস ফ্যাশন উইক’-এ ঐশ্বর্যার ‘অভিনব’ সাজ! রোষের মুখে আয়োজক সংস্থা

আরও পড়ুন: এ কী হাল হয়েছে বাহুবলীর বল্লালদেবের! দুশ্চিন্তায় ডাগ্গুবতীর ফ্যানেরা

Advertisement
আরও পড়ুন