Vikrant Massey

বাড়িতে শান্তি বজায় রাখতে বার বার স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করুন: বিক্রান্ত মাসে

বিক্রান্ত জানালেন, স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল থাকলে তবেই বাড়িতে শান্তি বজায় থাকবে। জানালেন, স্ত্রী শীতল আসার পরে গত এক দশক ধরে শুধুই ইতিবাচক পরিবর্তন এসেছে অভিনেতার জীবনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৪৭
Image of Vikrant Massey

সমালোচনার জবাব দিলেন বিক্রান্ত মাসে। ছবি: সংগৃহীত

দিন কয়েক আগে করবা চৌথে স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অভিনেতা। সেই ছবি মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে। স্ত্রীর প্রতি তাঁর এই শ্রদ্ধাপূর্ণ আচার মিশ্র প্রতিক্রিয়া এনেছিল অনুরাগীদের মনে। কেউ প্রশংসায় ভরিয়ে তুলেছেন অভিনেতাকে। কেউ আবার সমালোচনাও করেছেন। অনেকে তো অভিনেতাকে কটূ কথা বলতেও দ্বিধা বোধ করেননি। এ বার এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা।

Advertisement

বিক্রান্ত জানালেন, স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল থাকলে তবেই বাড়িতে শান্তি বজায় থাকবে। তাঁর বিশ্বাস, বাড়িতে শান্তি বজায় রাখার প্রধান দায়িত্ব নেন তাঁর স্ত্রী। বলি অভিনেতার কথায়, “অনেকে আমার প্রশংসা করেছেন। অনেকে আমাকে কটূক্তিও করেছেন! আমি জানি না কেন! আমার তো মনে হয়, যদি বাড়িতে শান্তি চান তা হলে সময়ে সময়ে স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত।”

অভিনেতার মতে, তাঁর স্ত্রী শীতল ঠাকুর মা লক্ষীর আশীর্বাদ স্বরূপ। তাঁর উপস্থিতিকে শ্রদ্ধা জানাতে পায়ে হাত দিয়ে প্রণাম করার বিষয়টি স্বতসফূর্ত ভাবেই আসে। জানালেন, নিজেদের দাম্পত্য নিয়ে কথা বলতে গর্ব হয় তাঁর। শীতল আসার পরে গত এক দশক ধরে শুধুই ইতিবাচক পরিবর্তন এসেছে অভিনেতার জীবনে। তাই স্ত্রীর প্রতি এ হেন অনুভূতির প্রকাশ অব্যাহত রেখেছেন বিক্রান্ত। করবা চৌথে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে অভিনেতা লিখেছিলেন ‘ঘর’। উল্লেখ্য, আসন্ন ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর জন্য সম্প্রতি খুনের হুমকি পেয়েছেন বিক্রান্ত মাসে। ২০০২ সালে গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবি।

আরও পড়ুন
Advertisement