Vidya Balan

পাশ্চাত্য পোশাকেও তাক লাগালেন ‘ভারতীয় পোশাকে সুন্দরী’ বিদ্যা!

সনাতনী সাজের পরেই অভিনেত্রীর পাশ্চাত্য পোশাক চোখ ধাঁধিঁয়ে দিয়েছে নেটাগরিকদের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৩:০০
বিদ্যা বালন।

বিদ্যা বালন।

অনুরাগীদের একটাই অনুযোগ, বিদ্যা বালন নাকি শুধুই ভারতীয় পোশাকে সুন্দরী! সেই বদনাম ঘোচাতে এ বার পাশ্চাত্য পোশাক বেছে নিলেন ‘শকুন্তলা দেবী’। তাতেও হিট তিনি। পান্না সবুজ শিমার স্লিট গাউনে উন্মুক্ত বক্ষ বিভাজিকা। রূপ যেন ফেটে পড়েছে তাঁর।

নিজের বাড়িতেই মার্জার সরণিতে হাঁটার মতো করে হেঁটেছেন অভিনেত্রী। তার আগে গায়ে জড়িয়ে নিয়েছিলেন বসন্তী রঙা মাটি ছোঁয়া আনারকলি। ক্যাপশন, ‘সবাই কেবল বলেন, আমি নাকি শুধুই ভারতীয় পোশাকে সাজি!’

সনাতনী সাজের পরেই অভিনেত্রীর পাশ্চাত্য পোশাক চোখ ধাঁধিঁয়ে দিয়েছে নেটাগরিকদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছোট্ট ভিডিয়োর ভিউ সংখ্যা লাখ ছুঁই ছুঁই! নেটাগরিকদের সরস মন্তব্যও চোখে পড়ার মতো। কেউ বলেছেন, ‘তোমায় ভালোবাসার অনেক কারণ আছে। তোমার সুন্দর হাসি, তোমার সরলতা আর তোমার নরম মন প্রতি মুহূর্তে তোমার আকর্ষণ বাড়ায়।’ জনৈক হিন্দি ভাষী আবার বিদ্যার ‘দেশি গার্ল’ লুকেই ফিদা, ‘দোপাট্টা নিয়ে হাঁটা, হাতের ঈশারা--- এই সব মিলিয়ে বিদ্যা বালন। এখন বুঝতে পারছি কেন ভূকম্প হয়! সুনামি আসে।’

Advertisement

কিছু দিন আগেই বডি শেমিং নিয়ে মুখ খুলেছিলেন তিনি। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর আফসোস, অভিনয়ের থেকেও তাঁর বাড়তি ওজন চর্চার কেন্দ্রবিন্দু। বিদ্যা নিজেও তাঁর ভারী চেহারা নিয়ে একটা সময় পর্যন্ত যথেষ্ট বিব্রত ছিলেন। কেবলই মনে করতেন, তাঁর ওজন যেন ‘জাতীয় স্তরে চর্চা’র বিষয়! আস্তে আস্তে নিজেই সেই নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসেছেন।

ফলাফল? বিদ্যা যেমন তাঁকে তেমন ভাবেই ভালবাসছেন অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন