Bappi Lahiri

করোনা আক্রান্ত বাপ্পি, ভর্তি করা হল হাসপাতালে

মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমকে বাপ্পির মুখপাত্র জানান, সব রকম সাবধানতা মেনে চলা সত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন গায়ক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১১:১৮
করোনা আক্রান্ত বাপ্পি  লাহিড়ি।

করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ি।

বলিউডে আবার এক করোনা সংক্রমণ। আক্রান্ত বাপ্পি লাহিড়ি। আপাতত মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সঙ্গীত পরিচালক।

মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমকে বাপ্পির মুখপাত্র জানান, সব রকম সাবধানতা মেনে চলা সত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন গায়ক। তবে এই মুহূর্তে দক্ষ চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। সাম্প্রতিক অতীতে যাঁরা বাপ্পির সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন গায়কের পরিবারের সদস্যরা।

Advertisement

চলতি মাসেই করোনা টিকার জন্য নিজের নাম তালিকাভুক্ত করেছিলেন বাপ্পি। সে কথা ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন গায়ক। তবে টিকা নিয়েছিলেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফের করোনার দাপট বাড়ছে মুম্বইয়ে। ইতিমধ্যেই বলিউডের সঙ্গে যুক্ত অনেকেই আক্রান্ত হয়েছেন। তালিকায় রয়েছেন রণবীর কপূর, আমির খান, পরেশ রাওয়াল, মাধবনের মতো একাধিক শিল্পী। সেই তালিকায় আরও এক সংযোজন।

Advertisement
আরও পড়ুন