Vicky Kaushal-Katrina Kaif

‘আমার মাথা কাজ করে না’, ক্যাটরিনা প্রসঙ্গে বলতে গিয়ে ভিকির এমন মন্তব্যের কারণ কী?

সম্প্রতি কপিল শর্মা শো-তে ছবির প্রচার করতে এসে ক্যাটরিনাকে নিয়ে কথার ঝাঁপি খুলে বসলেন ভিকি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ১৫:৫৯
Picture Of Vicky Kaushal and Katrina Kaif

ভিকি কৌশল (বাঁ দিকে) ক্যাটরিনা কইফ (ডান দিকে) ছবি : সংগৃহীত।

প্রায় দেড় বছর হল ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের দাম্পত্য জীবনের। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাত পাক ঘোরেন দুই তারকা। বিয়ের আগে প্রেম নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁরা। তবে বিয়ের পর একে অপরকে নিয়ে অনেকটাই খোলামেলা। সেই রসায়নের আঁচ পওয়া যায় তাঁদের সমাজমাধ্যমের পাতায়। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত তাঁর নতুন ছবি ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’ ছবির প্রচার নিয়ে। সম্প্রতি কপিল শর্মা শো-তে ছবির প্রচার করতে এসে ক্যাটরিনাকে নিয়ে কথার ঝাঁপি খুলে বসলেন ভিকি। গিন্নি কতটা খুঁতখুঁতে সেটা যেমন জানালেন, তেমনই স্ত্রীর বুদ্ধির তারিফও করেছেন অভিনেতা।

Advertisement

এমনিতেই তারকাদের পেটের কথা বার করতে সিদ্ধহস্ত কপিল। এ ছাড়াও রয়েছে তাঁর নিত্যনতুন প্রশ্ন। তাই ভিকিকে সামনে পেয়ে তাঁদের দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি জিজ্ঞেস করতে থাকেন তিনি। কপিল জানতে চাইলেন বিয়ের পর জন্মদিন ভিকির কী ভাবে কাটছে? কী কী করছেন? বিয়ের আগের জন্মদিনের তুলনায় এখন কী বদল ঘটেছে? উত্তরে অভিনেতা বলেন, "গত বছর বিয়ের পর আমার প্রথম জন্মদিন ছিল। বন্ধুদের সঙ্গেই জন্মদিনটা কাটিয়েছিলাম। এখন আমার সেই বন্ধুদের গ্রুপে ক্যাটরিনাও রয়েছে।" স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভিকি বলেন, ‘‘আমাদের দু’জনের মধ্যে ও ভাল প্ল্যানার। আমার মাথা অত কাজ করে না। আমার ভাবার আগেই ওর সব প্ল্যান সারা হয়ে যায়।’’

শুধু তা-ই নয়, ক্যাটরিনা যে ভিকির ভুল ধরেন, সেটাও জানালেন অভিনেতা।সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘‘কোনও ছবিতে আমাকে যদি নাচতে হয়, তা হলে ও আমার নাচের মহড়ার ভিডিয়ো দেখাতে হয়। আর সেই ভিডিয়ো দেখেই আমার হাজারটা খুঁত ধরে। এখানে হাত ঠিক নেই, ওখানে পা ঠিক নেই। আর আমি ঘাবড়ে যাই।’’

Advertisement
আরও পড়ুন