Katrina Kaif

‘ক্যাটরিনাকে ঠিক এই কারণেই ভালবাসি!’ স্ত্রীর প্রতি প্রেমের কারণ প্রকাশ্যে আনলেন ভিকি

তাঁদের রসায়ন প্রায়ই অনুরাগীদের আলোচনার কেন্দ্রে। এ বার নিজেই মুখ খুললেন ভিকি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ২২:৩৭
Vicky Kaushal revealed why she loves his wife Katrina Kaif

ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ তাঁরা। সম্প্রতি তাঁদের দীপাবলি উদ্যাপনের ছবি সাড়া ফেলেছে নেটপাড়ায়। কথা হচ্ছে ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলকে নিয়ে। তাঁদের রসায়ন প্রায়ই অনুরাগীদের আলোচনার কেন্দ্রে। এ বার নিজেই মুখ খুললেন ভিকি। জানালেন, ঠিক কোন কারণে স্ত্রীকে এত ভালবাসেন তিনি।

Advertisement

ভিকি জানান, ক্যাটরিনার সুপারস্টার তকমা নয় বরং তাঁর উদার মন দেখেই তিনি মুগ্ধ। এই নিয়েই স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভিকি। অভিনেতা বলেন, “আমি সব সময় স্ত্রীকে উৎসাহ জুগিয়ে যাব। তবে সুপারস্টার হওয়ার জন্য নয়। সুপারস্টার হওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়। সেটা ক্যাটরিনার আছে। তাই আমি ওকে এতটা ভালবাসি। ভাল মন নিয়ে কী ভাবে চলতে হয়, সেটাও আমি শিখি।”

একটা সময় নিজেকে নিয়েও নানা ধন্দ ছিল। সঙ্গী হিসাবে সেই সব শূন্যতাও পূর্ণ করে দিয়েছেন ক্যাটরিনা। মাটিতে পা রেখে কী ভাবে চলতে হয়, তা-ও শিখিয়েছেন অভিনেত্রী, জানান ভিকি। ক্যাটরিনার স্থিরতা, বিনম্র আচরণ প্রতি মুহূর্তে বিনয়ী হতে শিখিয়েছে ‘মাসান’-এর অভিনেতাকে।

মানুষ হিসাবে বিনয়ী হওয়ার পাশাপাশি কাজের প্রতি ক্যাটরিনার নিষ্ঠাও মুগ্ধ করেছে ভিকিকে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও, কী ভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, তা-ও ভিকি শিখেছেন ক্যাটরিনার থেকে।

জ়োয়া আখতারের বাড়িতে ভিকি-ক্যাটের প্রেমের সূত্রপাত। কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’শোয়ের একটি পর্বে ক্যাটরিনা জানিয়েছিলেন, ভিকিকে তিনি সহ-অভিনেতা হিসাবে দেখতে চান। ভিকিকে তাঁর সঙ্গে দেখতে ভাল লাগবে বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। এর পরে ২০২১-এর ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা।

Advertisement
আরও পড়ুন