varun dhawan

Varun Dhawan: হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত গাড়িচালক, তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান বরুণ

বরুণের গাড়িচালক মনোজ শাউ আচমকাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। খবর পেয়েই সহকারীদের তড়িঘড়ি হাসপাতালে যান অভিনেতা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২২:০২
মনোজের আকস্মিক মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন বরুণ।

মনোজের আকস্মিক মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন বরুণ।

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োয় একটি সংস্থার হয়ে বিজ্ঞাপনের শ্যুট করছিলেন বরুণ ধবন। কিন্তু সব ফেলে মাঝপথে কাজ বন্ধ করে লীলাবতী হাসপাতালে ছুটতে হয় তাঁকে।

বরুণের গাড়িচালক মনোজ শাউ আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সেই হাসপাতালে ভর্তি হন। খবর পেয়েই সহকারীদের নিয়ে তড়িঘড়ি হাসপাতালে যান অভিনেতা। এর পর চিকিৎসক বরুণের গাড়িচালককে মৃত ঘোষণা করেন।

Advertisement

শোনা গিয়েছে, মনোজই গাড়ি করে বরুণকে মেহবুব স্টুডিয়োতে নিয়ে গিয়েছিলেন। এর পরেই আচমকা তাঁর বুকে ব্যথা ওঠে। এর পরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। মনোজের আকস্মিক মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন বরুণ। বাবা ডেভিড ধবন কথা বলেছেন বরুণের সঙ্গে। তাঁকে সান্ত্বনা দিয়েছেন। মনোজের পরিবারের দেখাশোনার দায়িত্ব নাকি এ বার বরুণ নিতে চলেছেন।

Advertisement
আরও পড়ুন