Varun Dhawan

‘মানুষ হিসাবে নাতাশা আমার থেকে ভাল’, বছর শেষে স্ত্রীকে নিয়ে উপলব্ধি বরুণের, কেন?

“নাতাশা আমাকে দীর্ঘ দিন চেনে। জানে, দিনের শেষে আমাকে বাড়িতেই ফিরতে হবে”, বললেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:০৮
Varun Dhawan discusses his equation with wife Natasha Dalal

বরুণ ধওয়ানের সঙ্গে নাতাশা দালাল। ছবি: সংগৃহীত।

মুক্তি পেয়েছে ‘বেবি জন’। বড় পর্দায় বরুণের অ্যাকশন অবতার পছন্দ হয়েছে দর্শকের। বরুণের মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারকাদের স্ত্রীরা অনেক সময়ই তাঁদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। কিন্তু সম্প্রতি, এই প্রসঙ্গে তাঁর সঙ্গে স্ত্রী নাতাশা দালালের সমীকরণ নিয়ে মুখ খুলেছেন বরুণ।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বরুণকে প্রশ্ন করা হলে, তিনি জানান স্ত্রীর সঙ্গে সুন্দরী মহিলাদের নিয়ে বরুণ নাকি আলোচনা করেন। বরুণ বলেন, ‘‘আমি তো ওর সঙ্গে সুন্দরী মহিলাদের নিয়ে আলোচনা করি। ওর মতামত জানতে চাই।’’ বরুণ মনে করেন, স্বাস্থ্যকর সম্পর্কের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে এই ধরনের সমীকরণ থাকা উচিত।

কিন্তু বরুণকে নিয়ে তাঁর স্ত্রী কি কোনও রকম নিরাপত্তাহীনতায় ভোগেন? প্রশ্নের উত্তরে বরুণ বলেন, ‘‘নাতাশা এ সব নিয়ে ভাবেই না। ও আমাকে দীর্ঘ দিন চেনে। জানে, দিনের শেষে আমাকে বাড়িতেই ফিরতে হবে। তা ছাড়া কোনও মহিলার সঙ্গে গল্প আড্ডা পর্যন্তই ঠিক আছে। তার বেশি আমার কোনও উৎসাহ থাকে না।’’

সুখী দাম্পত্যের ক্ষেত্রে বরুণ আলাদা করে অনুরাগীদের কোনও পরামর্শ দিতে ইচ্ছুক নন। কারণ বিষয়টা ব্যক্তিভেদে নির্ভর করে। বরুণ বলেন, ‘‘আমি শুধু জানি যে আমি আমার স্ত্রীকে আমার থেকেও বেশি ভালবাসি। তাই আমি ওকে বিয়ে করেছি। আমার মতে, মানুষ হিসাবে ও আমার থেকে অনেক বেশি ভাল। আর এটাই সত্য।’’

চলতি বছরে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজ়ে বরুণের অভিনয় দর্শকের নজর কেড়েছে। আপাতত ‘বেবি জন’ বক্স অফিসে কেমন ব্যবসা করে, সে দিকে তাকিয়ে রয়েছেন সকলে।

Advertisement
আরও পড়ুন