Allu Arjun

অল্লু ১৪ দিনের জেল হেফাজতে চুপ রশ্মিকা, ফাহাদ! কোন বার্তা দিলেন বলিউডের বরুণ?

ঘটনার পর তেলঙ্গানার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতর। অল্লুর গ্রেফতারির পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলও চুপ দক্ষিণী তারকারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮
অল্লুর গ্রেফতারিতে কী বললেন বরুণ?

অল্লুর গ্রেফতারিতে কী বললেন বরুণ? গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে তাঁর নতুন ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে ভিড়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দক্ষিণী তারকা অল্লু অর্জুনকে। শুক্রবার তাঁকে চিক্কাদপল্লি থানায় নিয়ে গিয়েছে পুলিশ। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর নাম রেবতী (৩৯)। তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। সেই এফআইআর অনুযায়ী, অভিযোগকারীর নাম ভাস্কর মাগুদামপল্লি। এই ঘটনার পর ইতিমধ্যে তেলঙ্গানা রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতর। অল্লুর গ্রেফতারির পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলও চুপ দক্ষিণী তারকারা। আপাতত কোনও বিবৃতি মেলেনি ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দনা কিংবা ফাহাদ ফসিলের তরফে। এ বার পাশে থাকার বার্তা দিলেন বরুণ ধওয়ান।

Advertisement

এমনিতেই বড় তারকাদের ছবি হোক কিংবা আনুষ্ঠানিক প্রচার, তাঁদের দেখতে অনুরাগীদের ভিড় উপচে পড়ে। ‘পুষ্পা ২’ ছবির প্রচারের সময় যেখানে যেখানে গিয়েছেন অল্লু ও রশ্মিকা সেখানেই মানুষের ঢল। ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে ছবি মুক্তির দিন অভিনেতাকে এক ঝলক দেখার জন্য মানুষ যেন সব বাঁধ ভেঙে দেন। ঠিক যেমনটা হয়েছিল ৪ ডিসেম্বর। এই মুহূর্তে নিজের ছবি ‘বেবি জন’- এর প্রচারে জয়পুরে রয়েছেন বরুণ। সেখানেই তিনি জানান, সব সময় একজনের উপর দোষ চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। বরুণ বলেন, ‘‘যা ঘটেছে তার প্রতি সমবেদনা রয়েছে। তবে সব সময় নিরাপত্তা বা সুরক্ষার দায়িত্ব কিন্তু অভিনেতার হাতে থাকে না।’’

Advertisement
আরও পড়ুন