Kiara Advani

Kiara-Advani-Varun Dhawan: অনিচ্ছা থাকলেও ভালবাসার মানুষের ভাল লাগাকে মান্যতা দেওয়া উচিত, কিয়ারাকে বললেন বরুণ

নতুন ছবির প্রচারে কলকাতায় কিয়ারা আডবানি, বরুণ ধবন। ঘুরে দেখলেন শহর কলকাতা।

Advertisement
উৎসা হাজরা
শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৪:৩৩
মঙ্গলবার সকালে কলকাতার রাস্তায় ইতিউতি চোখ রাখলে দেখা পেতে পারতেন  কিয়ারা আডবানি আর বরুণ ধবনের।

মঙ্গলবার সকালে কলকাতার রাস্তায় ইতিউতি চোখ রাখলে দেখা পেতে পারতেন  কিয়ারা আডবানি আর বরুণ ধবনের।

সকাল থেকে প্রচার। কখনও পার্ক স্ট্রিটের রেস্তরাঁ। কখনও আবার হলুদ ট্যাক্সির সামনে ছবি তোলা।মঙ্গলবার সকালে কলকাতার রাস্তায় ইতিউতি চোখ রাখলে দেখা পেতে পারতেন কিয়ারা আডবানি আর বরুণ ধবনের। সবুজ নিয়ন জাম্পস্যুটে কিয়ারা আর ডেনিম জ্যাকেটে বরুন। সোমবার রাতে কলকাতা আসার পর থেকে এক মিনিট বিশ্রাম নেই তাঁদের।

নতুন ছবি ‘যুগ যুগ জিয়ো’র প্রচারে উত্তেজনা একদম তুঙ্গে। ভিক্টোরিয়া থেকে তাঁদের গাড়ি ছুটল বাইপাসের বিলাসবহুল হোটেলে। কিন্তু হোটেলে এসে একটাই আক্ষেপ নায়কের, ‘‘মাফিন কেক খেলাম কিন্তু এখনও মিষ্টি দইটা খাওয়া হল না।’’ তবে নায়কের আশা, দইটা তিনি ঠিকই পাবেন। বিয়ে, সম্পর্ক, পরিবারের গল্প বলবে বরুন-কিয়ারার এই নতুন ছবি। শুধু ছবি নয়, আসল জীবনেও বরুণ বিবাহিত। বিয়ের কিছু টিপস কি কিয়ারাকে দিলেন নায়ক? কলকাতায় এসে নায়িকা জানালেন, ‘‘আমাকে অনেকগুলো টিপস দিয়েছে বরুণ। যেমন অনিচ্ছা থাকলেও ভালবাসার মানুষের ভাল লাগাগুলোকে মান্যতা দেওয়া উচিত।’’ এই ছবিতে শুধু কিয়ারা, বরুণ নয়, দর্শক দেখবে অনিল-নীতুর রসায়নও। বরুণের কথায়, ‘‘আমাদের সেটে সবচেয়ে বয়স কম অনিলজির। আর কিয়ারা তো ১০টা বাজলেই ঘুম, বুঝতেই পারছেন বয়সের আগেই কে সব থেকে বুড়ো।’’

Advertisement

কলকাতার প্রতিটা মুহূর্ত যে তাঁরা পরতে পরতে উপভোগ করছেন তা স্পষ্ট নায়ক-নায়িকার চোখেমুখে। আলিয়া-বরুণ জুটি বরাবরই দর্শকের প্রিয়। তা আলিয়া ভট্ট হোক কিংবা ‘আলিয়া’ কিয়ারা আডবানি। বরুণের জীবনে আলিয়া ফ্যাক্টরের প্রসঙ্গ উঠতেই বরুণের উত্তর, ‘‘আপনারা জানেন কিয়ারার আসল নাম আলিয়া। দারুণ তো! আমি সত্যিই আশা করি এই আলিয়ার সঙ্গেও আমার জুটি ভালবাসবে দর্শক।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন