Samantha Prabhu

Samantha Prabhu-Naga Chaitanya: প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর উপর রেগে গিয়ে টুইটে ঝগড়া করলেন অভিনেত্রী সামান্থা

প্রাক্তন স্বামীর বর্তমান সম্পর্ক নিয়ে চাপানউতর। নাগা চৈতন্য এবং সামান্থা প্রভুর বিবাদ এখন প্রকাশ্যে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৩:০৯
সামান্থা প্রভু, নাগা চৈতন্য এবং সোভিতা ধুলিপালা

সামান্থা প্রভু, নাগা চৈতন্য এবং সোভিতা ধুলিপালা

খেপে গেলেন সামান্থা রুথ প্রভু। সোমবার অভিনেতা নাগা চৈতন্য আর সোভিতা ধূলিপালার নতুন প্রেম নিয়ে যখন মুম্বই ইন্ডাস্ট্রি উত্তাল, তখন নাগা চৈতন্য এই গুঞ্জনের জন্য দায়ী করলেন তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সামান্থা প্রভুকে। নাগা জানিয়েছেন তাঁর আর সোভিতার মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। এই গুজব সামান্থার পরামর্শে তাঁর প্রচার টিম কোনও উদ্দেশ্য নিয়েই ছড়িয়ে দিয়েছে। নাগার এই বক্তব্যে বেজায় চটেছেন সামান্থা। তিনি টুইটে নাগার নাম না করেই কড়া জবাব দিয়েছেন।

সামান্থা লিখেছেন, ‘মেয়েদের নিয়ে গুজব তৈরি হলে তা সত্যি হয়। ছেলেদের নিয়ে গুজব হলে তা তৈরি করা হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ বার বড় হও। যে দু’জনের কথা বলা হচ্ছে, তারা অনেক দিন আলাদা হয়ে গিয়েছে। নিজের পরিবার আর কাজে মন দাও!’

Advertisement

প্রসঙ্গত, সোমবার থেকেই নাগা আর সোভিতার নতুন প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে। নাগার মুম্বইয়ের বাড়িতে যেমন সোভিতাকে দেখা গিয়েছে, তেমনই সোভিতা তাঁর নতুন ছবির প্রচার উপলক্ষে মুম্বইয়ে যে হোটেলে আছেন, সেখানেও বহু বার নাগাকে দেখা গিয়েছে। এই দেখাসাক্ষাতের প্রেক্ষিতেই ধরে নেওয়া যে, তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন