Urfi Javed

উন্মুক্ত পিঠ, হাইহিলে ‘ম্যারাথন’! কী ভাবে ছুটতে হয় দেখিয়ে দিলেন উরফি

ক্যামেরা অন রেখে দে ছুট! দেখা গেল সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে গিয়ে থেমে গেলেন উরফি। ঘুরে দাঁড়িয়ে দু’হাত তুলে জয়ের হাসি হাসলেন। ভাবটা এমন, “কী! কেমন দিলাম?”

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৩:৪৯
ক্যামেরা অন রেখে দে ছুট!

ক্যামেরা অন রেখে দে ছুট! ছবি: ইনস্টাগ্রাম।

নরম কমলা রঙের ফুলহাতা টপ। পিঠ খোলা। সঙ্গে সাদা শর্টস। চোখে রোদচশমা এঁটে রাস্তায় বেরোলেন উরফি জাভেদ। না, এ বার আর পোশাকে চমক দিতে নয়। গল্প লুকিয়ে তাঁর হাইহিলে। কী ব্যাপার? মুম্বইয়ের এক নিরিবিলি গলিতে দাঁড়িয়ে নিজেই ছুড়লেন চ্যালেঞ্জ। হাইহিলেই ‘ম্যারাথন’ দৌড়াবেন! দেখিয়ে দেবেন দৌড়েও তিনি কম নন। ক্যামেরা অন রেখে দে ছুট! দেখা গেল সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে গিয়ে থেমে গেলেন মডেল-তারকা। ঘুরে দাঁড়িয়ে দু’হাত তুলে জয়ের হাসি হাসলেন। ভাবটা এমন, “কী! কেমন দিলাম?” তবে ম্যারাথনের ৪২ কিলোমিটার নয়, মাত্র কয়েক মিটার দৌড়েই ক্ষান্ত দিয়েছেন উরফি। যেন চাইলেই ছুটতে পারেন মাইলের পর মাইল। দেখালেন এইটুকুই।

ভিডিয়ো ভাইরাল হতে হেসে মরছেন সবাই। বলাবলি করছেন, “জোকার পুরো!” আবার কেউ মন্তব্য করছেন, “২০ মিটার দৌড়ে ম্যারাথন? হ্যাঁ, আপনিই পারেন।” আবার কেউ বললেন, “হাঁটু ভেঙে মুখ থুবড়ে পড়বেন যে! সাবধান।” কথায় কথা বাড়তে বাড়তে কটাক্ষের বন্যা বয়ে গেল। তবে উরফি কি আর এ সবের ধার ধারেন? তত ক্ষণে অন্য ফন্দি আঁটছেন।

Advertisement

সাধারণত কিম্ভুত ফ্যাশনেই ভাইরাল হন তিনি। কখনও কাচ, কখনও ঝিনুক, কখনও বা আলো জ্বলা বাল্বে সেজে রাস্তায় বেরিয়ে পড়েন প্রাক্তন বিগ বস তারকা। সম্প্রতি বেলা হাদিদকে নকল করে হাসির খোরাক হয়েছেন তিনি। ফুসফুসের মতো দেখতে এক অলঙ্কার গলায় পরে পোজ দিচ্ছিলেন। পাশ ফিরতেই উন্মুক্ত হয়ে পড়ে স্তন। সে নিয়ে বিপুল কথা ওঠে, তবু ভ্রুক্ষেপই করেননি তিনি। তাঁর কাজই যেন শুধু চমকে দেওয়া। লোকে কী বলল, থোড়াই কেয়ার!

Advertisement
আরও পড়ুন