Urfi Javed

চোখে কালশিটে, ঘাড়ে কলার! নবরাত্রির উৎসবে এ কেমন সাজ উরফি জাভেদের!

বরাবরই বিতর্কের কেন্দ্রে তিনি। পোশাক নির্বাচন নিয়ে তো বটেই, নিজের বিভিন্ন ‘বেফাঁস’ মন্তব্য নিয়েও একাধিক বার আলোচনায় উঠে এসেছেন উরফি জাভেদ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৬:৪১
Urfi Javed gets her neck injured, seen wearing a collar

উরফি জাভেদ। ছবি: সংগৃহীত।

টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় তারকা তিনি। সঙ্গে তাঁকে ঘিরে বিতর্কও কম নয়। কখনও নিজের পোশাক নির্বাচনের মাধ্যমে, কখনও আবার নিজের বেফাঁস মন্তব্যের মাধ্যমে কোনও না কোনও বিতর্ক সৃষ্টি করেন ‘বিগ বস’ খ্যাত উরফি জাভেদ। সমালোচনার ঝড় বয়ে যায় সমাজমাধ্যমের পাতায়। তবে নিজের সাহসী মনোভাবের জন্য কম প্রশংসাও অর্জন করেননি উরফি। বিশেষত, বিনোদন জগতের মতো সৌন্দর্যপ্রধান দুনিয়ায় কসমেটিক সার্জারির মতো বিষয় নিয়ে খোলামেলা ভাবে কথা বলার কারণে দরাজ গলায় উরফির স্তুতি করেছেন নেটাগরিকরা। কয়েক সপ্তাহ আগে চোখের তলায় কালশিটে নিয়েই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন উরফি। এ বার তারকার ঘাড়ে দেখা গেল কলার।

Advertisement
Urfi Javed gets her neck injured, seen wearing a collar

নিজের গলা ও ঘাড় কলারে ঢেকেছেন উরফি। ছবি: সংগৃহীত।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, নিজের গলা ও ঘাড় কলারে ঢেকেছেন উরফি। কেন? তারকা জানান, ঘাড়ে চোট পেয়েছেন তিনি। সেই যন্ত্রণার উপশম করতেই নাকি কলার পরেছেন তিনি। উরফির কথায়, ‘‘সবাই তো ভাবছে, এটা আমার আউটফিটেরই অঙ্গ!’’ আঘাত বা চোটের কারণে বাইরে বেরোবেন না, তেমন তারকা নন উরফি। বরং, আঘাতের দাগ যে ভীষণই সাধারণ একটা বিষয়, সে কথা বোঝাতেই জনসমক্ষে নিজেকে তুলে ধরেন তিনি।

কয়েক সপ্তাহ আগে এক কেতাদুরস্ত পোশাকে সেজে বেরিয়েছিলেন উরফি। তাঁর চোখের তলায় স্পষ্ট দেখা যাচ্ছিল দগদগে ক্ষত। চোখের তলায় কালচে ছোপ পড়ার কারণে একাধিক বার সমালোচনার মুখে পড়তে হয়েছিল উরফিকে। সেই কারণের চোখের নীচে কারসাজি করিয়েছিলেন তিনি। তবে সেই অস্ত্রোপচারেই হিতে বিপরীত হয়েছে। চোখের তলায় দগদগে ক্ষত তৈরি হয়েছে তাঁর। সেই ক্ষতই নাকি এখনও সারেনি তারকার, জানান তারকা। গত জুলাই মাসে নিজের একাধিক ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে ঘটনার কথা জানিয়েছিলেন টেলিতারকা নিজেই। প্রথমে সেই কালশিটে দাগ, এ বার ঘাড়ে আঘাত। কবে সুস্থ হয়ে উঠবেন উরফি? চিন্তা অনুরাগীদের।

Advertisement
আরও পড়ুন