Malaika Arora

সইফের পরে মালাইকার বাড়িতে হঠাৎ অজ্ঞাতপরিচয়ের প্রবেশ! হাতে কাঁচি দেখে কী করেন অভিনেত্রী?

মালাইকা সেই দিন নিজের ঘরে তৈরি হচ্ছিলেন। ঘর থেকে বেরিয়ে বসার ঘরে এসে দেখেন এক অজ্ঞাতপরিচয় মহিলা সেখানে বসে আছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৫:৪৫
Unknown people broke in Malaika Arora’s house suddenly

মালাইকার বাড়িতে ঢুকে পড়ল কে? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই সইফ আলি খানের উপর হামলার খবরে স্তম্ভিত হয়ে গিয়েছিল মুম্বই শহর। প্রায় একই রকমের অভিজ্ঞতা হয়েছিল মালাইকা অরোরারও। মুম্বইতে অভিনেত্রী-মডেলের বাড়িতেও ঢুকে পড়েছিলেন এক অজ্ঞাতপরিচয়। ভয় পেয়ে গিয়েছিলেন মালাইকা। সেই ঘটনা সম্প্রতি সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

সংখ্যা ব্যতীত বয়স কিছুই নয়, বার বার প্রমাণ করেছেন মালাইকা। ৫১ বছর বয়সেও তাঁর চেহারায় মুগ্ধ অনুরাগীরা। এখনও মার্জার সরণিতে তাঁর আত্মবিশ্বাস নজর কাড়ে। রাস্তায় এক ঝলক তাঁকে দেখা গেলেই নিমেষে ছেঁকে ধরেন ছবিশিকারিরা। তবে খ্যাতির সঙ্গে বিড়ম্বনাও থাকে। এক অনুরাগীর জন্যই বিপদে পড়েছিলেন মালাইকা। সেই অনুরাগীই নাকি গোপনে ঢুকে পড়েছিলেন তাঁর বাড়িতে।

মালাইকা সেই দিন নিজের ঘরে তৈরি হচ্ছিলেন। ঘর থেকে বেরিয়ে বসার ঘরে এসে দেখেন এক অজ্ঞাতপরিচয় মহিলা সেখানে বসে রয়েছেন। মালাইকা বলেছেন, “আমি বুঝতেই পারছিলাম না কিছু। আমাকে দেখেই কিছু একটা বলতে যান ওই মহিলা। সত্যি কথা বলতে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।”

অভিনেত্রী আরও বলেন, “একজন অচেনা মহিলা এসেছিলেন। তাঁর সঙ্গে আর এক উন্মাদ ভক্ত এসেছিলেন। ওঁরা সোফায় বসেছিলেন। তবে ওই মহিলার কাছে কাঁচি জাতীয় কিছু একটা ছিল। ওটা দেখে ভয় হচ্ছিল। বুঝতে পারছিলাম, কিছু সমস্যা তো রয়েছে। আমি শান্ত থাকার চেষ্টা করি। তার পরে ওঁদের সঙ্গে কথা বলি। অনুরাগীদের সঙ্গে যে এই ভাবেও কথা হতে পারে, সেই প্রথম অভিজ্ঞতা হয়।”

Advertisement
আরও পড়ুন