উমা এবার কালনাগিনী, খলনায়িকার চরিত্রে শিঞ্জিনি চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
‘উমা’ ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ ছোট পর্দায়। তবে ন’মাসের মাথায় বন্ধ হয়ে যায় এই সিরিয়াল। খানিকটা অন্তরালেই ছিলেন পর্দার ‘উমা’ অর্থাৎ শিঞ্জিনী চক্রবর্তী। এ দিকে মাস খানেক হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। নাগদেবতা ও তার অলৌকিক ক্ষমতার গল্প। মুখ্য চরিত্রে রয়েছেন সুস্মিতা দে। এ বার এই ধারাবাহিকে কালনাগিনী হয়ে ফিরছেন শিঞ্জিনী। সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমোতে একেবারে অন্য রূপে ধরা দিলেন শিঞ্জিনী।
মুখ্য চরিত্র থেকে সোজা পার্শ্বচরিত্রে, হঠাৎ এমন প্রস্তাবে রাজি হলেন কেন? আনন্দবাজার অনলাইনের কাছে শিঞ্জিনি জানান, উমা সিরিয়ালের পর এমন একটা চরিত্রই করতে চেয়েছিলেন যা হবে একেবারে উমার বিপরীত। শিঞ্জিনির ইচ্ছা সব ধরনের চরিত্র করবেন যাতে কোনও আক্ষেপ না রয়ে যায়। তবে কালনাগিনী হয়ে ওঠাতে কি একটু শক্ত? শিঞ্জিনি বলেন, ‘‘আমি ছোট থেকেই নাগিন সিরিয়ালের ভক্ত। তাই সব সময় এ রকম চরিত্রে করার ইচ্ছে ছিল। এ যেন স্বপ্নপূরণের মতো।’’
এই সিরিয়ালে চিত্রার চরিত্রে দেখা যাবে শিঞ্জিনিকে। তবে নিজের চরিত্রকে খলনায়িকা বলতে নারাজ শিঞ্জিনি। তাঁর কথায়, ‘‘এটা অন্যতম মুখ্য চরিত্র, ভালর বিপরীতে একটা ধূসর চরিত্র।’’