Udit Narayan

বাংলার মঞ্চে উদিত নারায়ণ-অমিত কুমার, সঙ্গে মিকা

কেবল গানই নয়, থাকছে কিশোক কুমারের অজানা কিছু গল্পও। কালজয়ী সুরকার আরডি বর্মনের জীবনকাহিনিও তুলে ধরবেন অমিত কুমার।

Advertisement
নিজস্ব সংবাদাদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৯:২৪
মিকা সিংহ ও উদিত নারায়ণ এবং অমিত কুমার ও আবীর চট্টোপাধ্য়ায়

মিকা সিংহ ও উদিত নারায়ণ এবং অমিত কুমার ও আবীর চট্টোপাধ্য়ায়

জি বাংলা সারেগামাপা-এ বিশেষ চমক আগামী শনি ও রবি! টিভির সামনে থেকে নড়ার অবকাশ রাখল না ‘জি বাংলা’। বাংলার মঞ্চে এই প্রথম বার মিকা সিংহর সঙ্গে এক পর্দায় উদিত নারায়ণ ও অমিত কুমার। এই দুই ম্যাজিক্যাল কণ্ঠস্বরের সাক্ষী থাকবেন ‘সারেগামাপা’-র দর্শক।

শনিবার রাত সাড়ে ন’টা থেকে ১১টা এবং রবিবার রাত সাড়ে ন’টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুরেলা ও সুখকর ‘গানের গুঁতো’-য় মাততে চোখ রাখুন আপনার টিভির পর্দায়।

Advertisement

কেবল গানই নয়, থাকছে কিশোক কুমারের অজানা কিছু গল্পও। কিংবদন্তী গায়কের ছেলে অমিত কুমারের দৌলতে সেই সৌভাগ্য হবে সঙ্গীত প্রেমীদের। শুধু বাবার না, কালজয়ী সুরকার আরডি বর্মনের জীবনকাহিনিও তুলে ধরবেন অমিত কুমার। সঙ্গে থাকবেন জনপ্রিয় গায়ক মিকা সিংহও।

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় আহত টেলিপাড়ার শিশুশিল্পী সহ পরিবার

সম্প্রতি বাংলা ভাষায় একটি ভিডিয়ো করেছেন গায়ক উদিত নারায়ণ। বাংলার মানুষকে উদ্দেশ্য করে তিনি জানালেন, জি বাংলার সারেগামাপা-র সঙ্গে তাঁর সম্পর্ক আজকের নয়। যখনই তাঁকে ফোন করা হয় জি বাংলা-র তরফে, তিনি তাদের অনুরোধ রাখেন। চলে আসেন কলকাতায়। প্রতিটি সিজনে যে ভাবে দুর্দান্ত প্রতিভাদের খুঁজে আনা হয়, তাতে অত্যন্ত মু্গ্ধ তিনি।

আরও পড়ুন: বিয়ে ভেঙে গিয়েছে, শ্রীলেখা জানতে চান তাঁকে আর কেউ বিয়ে করবেন কি না

আরও পড়ুন
Advertisement