Triptii Dimri

সকলকে টেক্কা দিয়ে শীর্ষে তৃপ্তি! সামান্থাকে পিছনে ফেলে এগোলেন নাগার নববধূ শোভিতা

দীপিকা পাড়ুকোন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভট্টকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তৃপ্তি। আইএমডিবি অনুযায়ী, ২০২৪-এ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৪:২৩
Tripti Dimri becomes the most popular Indian star of 2024 according to IMDB

শীর্ষে তৃপ্তি, সামান্থাকে টেক্কা দিলেন শোভিতা। ছবি: সংগৃহীত।

‘বুলবুল’, ‘কলা’-তে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন। তবে ‘অ্যানিম্যাল’-এ রণবীর কপূরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয়ের পর থেকেই রাতারাতি চর্চায় উঠে আসেন তৃপ্তি ডিমরি। তার পর ‘ব্যাড নিউজ়’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ রসায়নে নজর কাড়েন। সর্বোপরি ‘জাতীয় ক্রাশ’-এর তকমা পান অভিনেত্রী। এ বার আরও একটি পালক জুড়ল তৃপ্তির মুকুটে।

Advertisement

দীপিকা পাড়ুকোন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভট্টকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তৃপ্তি। আইএমডিবি অনুযায়ী, ২০২৪-এ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসাবে জায়গা করে নিলেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। চলতি বছর তাৎপর্যপূর্ণ ছিল তাঁর জন্যও। এই বছরই ‘লেডি সিংহম’ হিসাবে দেখা গিয়েছে তাঁকে। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা। চলতি বছরের সেপ্টেম্বরে তাঁর কোলে এসেছে প্রথম সন্তান— দুয়া পাড়ুকোন সিংহ।

আইএমডিবি-র জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশান খট্টর। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি। তালিকায় শাহরুখ খান রয়েছেন চতুর্থ স্থানে। চলতি বছরে তাঁর কোনও ছবি মুক্তি না পেলেও এই স্থান দখল করে নিয়েছেন অভিনেতা। এই বছর আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাও। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এই বছর হলিউডে পা রেখেছেন তিনি। ‘মাঙ্কি ম্যান’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তা ছাড়াও নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে তিনি।

শোভিতার পরেই ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বর্যা রাই বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী তথা নাগা চৈতন্যের প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে আলিয়া ভট্ট ও দশম স্থানে রয়েছেন প্রভাস।

Advertisement
আরও পড়ুন