Naga Chaitanya-Sobhita Dhulipala Wedding

চারহাত এক হল নাগা-শোভিতার! সোনালি সাজে একসঙ্গে থাকার অঙ্গীকার নবদম্পতির

অগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন নাগা ও শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন। তার পর থেকে অক্কিনেনি ও ধুলিপালা পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২২:১৭
Naga Chaitanya and Sobhita Dhulipala got hitched and the first photo is out

গাঁটছড়া বাঁধলেন নাগা-শোভিতা। ছবি: সংগৃহীত।

অবশেষে প্রতীক্ষার অবসান। তেলুগু মতে বিয়ে সারলেন নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। গত কয়েক দিন ধরেই চর্চায় তারকা জুটির বিয়ে। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় বসেছিল বিয়ের আসর। প্রথমে শোনা গিয়েছিল, রাজস্থানের প্রাসাদে বসবে বিবাহবাসর। কিন্তু অতিরিক্ত আতিশয্যে যেতে চাননি নাগা ও শোভিতা। তাই বেছে নিয়েছেন অন্নপূর্ণা স্টুডিয়ো।

Advertisement

অগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন নাগা ও শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন। তার পর থেকে আক্কিনেনি ও ধুলিপালা পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত বিয়ের ছবি প্রকাশ্যে।

তেলুগু রীতি মেনে বিয়ে করলেন নাগা-শোভিতা।

তেলুগু রীতি মেনে বিয়ে করলেন নাগা-শোভিতা।

বুধবার বিয়ের জন্য নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা উড়নি। অন্য দিকে, শোভিতার পরনে সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গাছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলঙ্কার।

জানা গিয়েছে ঘনিষ্ঠ-পরিজন ছাড়াও দক্ষিণী বিনোদন দুনিয়ার তাবড় তারকারা নিমন্ত্রিত এই বিয়েতে। সেই তারকাদের মধ্যে রয়েছেন চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাঁদের পরিবার। এ ছাড়াও ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকর, এসএস রাজামৌলি এবং প্রভাস। ইতিমধ্যে বিয়ের ভূরিভোজও প্রকাশ্যে এসেছে। নাগা-শোভিতার বিয়েতে থাকছে নানা ধরনের বিরিয়ানি। এর পাশাপাশি আরও যে সমস্ত খাবারের কথা শোনা গিয়েছে, সেগুলি হল— আলু কোর্মা, খুব ছোট ছোট বেগুন দিয়ে তৈরি গুট্টি ভানাক্ক্যা কারি, টমেটো চাট, পালক চাট, টিক্কি-চানা চাট, কচুরি, দই পুরি, ছাছ (মাখন তোলা দুধ)-এর স্যুপ, আপেলের হালুয়া, জিলিপি, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার বিভিন্ন এলাকার বিখ্যাত খাজা ইত্যাদি।

Advertisement
আরও পড়ুন