Neel Bhattacharya

Neel-Trina: ‘আইবুড়োদের বাজার’ থেকে নাম কাটানোর বর্ষপূর্তি, বাগদানের বছরপারে নীলকে শুভেচ্ছা তৃণার

‘তৃনীল’ (অনুরাগীরা তাঁদের ভালবেসে এই নামেই ডাকেন)-এর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে তাঁদের অনুরাগীরা আপ্লুত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ১৮:১৩
নীল-তৃণাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা।

নীল-তৃণাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা।

গোয়ায় স্যুইমিং পুলে ‘খড়কুটো’-র গুনগুন। সেই জলে পা ডুবিয়ে তাঁকে জড়িয়ে বসে নীল। খালি গায়ে ভালবাসার মানুষের আদর মাখা। খয়েরি বিকিনি ব্লাউজে এই শীতেও একমুঠো উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন তৃণা।

এমন প্রেমে মোড়া ছবিতেই নীলকে বাগদানের এক বছর পূর্তির শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ঘরনি। মজা করে তৃণা লিখেছেন, ‘এক বছর হল আইবুড়োদের বাজার থেকে পাকাপাকি ভাবে নাম কাটিয়ে নিয়েছি আমরা।’ এই দিনেই যে জীবনভর একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার করেছিলেন দু'জনে!

Advertisement

‘তৃনীল’ (অনুরাগীরা তাঁদের ভালবেসে এই নামেই ডাকেন)-এর এমন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে তাঁদের অনুরাগীরা আপ্লুত। তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement