Iman Chakraborty

Iman Chakraborty: করোনায় কাবু, তাই নিজের দরজায় খিল দিলেন ইমন

‘প্রাক্তন’ ছবিতে নিজের গাওয়া ‘তুমি যাকে ভালবাসো’ গানের পংক্তি ধার করে লিখলেন, ‘আমার দরজায় খিল দিয়েছি’।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ১৭:০৮
করোনা আক্রান্ত ইমন।

করোনা আক্রান্ত ইমন।

করোনা আক্রান্ত ইমন চক্রবর্তী। রবিবার বিকেলে গায়িকা নিজেই জানিয়েছেন সে কথা। ‘প্রাক্তন’ ছবিতে নিজের গাওয়া ‘তুমি যাকে ভালবাসো’ গানের পংক্তি ধার করে লিখেছেন, ‘আমার দরজায় খিল দিয়েছি’।

বর্তমানে বাড়িতে নিভৃতবাসে থাকার কথা এ ভাবেই গানে গানে বুঝিয়ে দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা। সেই পংক্তির সঙ্গেই লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ’। বুধবার থেকে হাল্কা জ্বরে ভুগছিলেন ইমন। সঙ্গে সর্দি-কাশি, গলা ব্যথা। সাবধানতা অবলম্বনের জন্য করোনা পরীক্ষা করান তিনি। পরবর্তীতে জ্বর কমে গিয়ে প্রায় সুস্থ হয়ে ওঠেন ইমন। তবে তার পরেও তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষও।

Advertisement

টলিউডে ক্রমশ লম্বা হচ্ছে করোনা আক্রান্তের তালিকা। পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, রুক্মিণী মৈত্র, শ্রীজাতর মতো তারকাদের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। শনিবার ঋদ্ধি সেন এবং ঋতুপর্ণা সেনগুপ্তের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।

Advertisement
আরও পড়ুন