Age of Bollywood Khans

চলতি বছরেই ৬০-এ পা, বলিউডের তিন খানের জনপ্রিয়তা কি অক্ষুণ্ণ থাকবে? কী ভাবছে বলিউড?

বয়স বাড়লেই যে তারকাদের জনপ্রিয়তা কমে যায়, তা নিয়ে বলিউড দুই শ্রেণিতে বিভক্ত। চলতি বছরেই ষাট বছরে পা দিতে চলেছেন শাহরুখ খান, সলমন খান এবং আমির খান। কী লেখা আছে তিন জনের ভাগ্যে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮
Trade Experts Assess How Turning 60 in 2025 May Impact the Stardom of Shah Rukh Khan, Aamir Khan and Salman Khan

(বাঁ দিক থেকে) আমির খান, সলমন খান এবং শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

তাঁদের বয়স বাড়ছে। তার সূত্র ধরেই প্রশ্নের মুখে বলিউডের তিন খানের ‘স্টারডম’। বিনোদন জগতের চলতি ধারণা, বয়স বাড়ার অর্থ জনপ্রিয়তা কমবে। নায়িকাদের পাশাপাশি নায়কদের ক্ষেত্রেও তা প্রযোজ্য। চলতি বছরেই শাহরুখ খান, সলমন খান এবং আমির খান ষাটে পা দিতে চলেছেন। প্রবীণ নাগরিকের খাতায় নাম লেখাবেন তাঁরা। কিন্তু তার ফলে কি তিন জনের জনপ্রিয়তা কমতে পারে?

Advertisement

বলিউডের এক সিনেমা ব্যবসা বিশেষজ্ঞের মতে, বয়সের সঙ্গে স্টারডমের কোনও সম্পর্ক নেই। তিনি বলেছেন, ‘‘তিন জনেই নব্বই দশকের সুপারস্টার। কিন্তু এখনও বক্স অফিসের পাশাপাশি মানুষের মনে জায়গা ধরে রেখেছেন। তা ছাড়া, মানুষ তাঁদের বয়সও জানেন। তার পরেও তাঁদের ছবি সুপারহিট হয়।’’ ইন্ডাস্ট্রির অন্য এক বিশেষজ্ঞের দাবি, চলতি বছর থেকে শাহরুখ, সলমন এবং আমির আরও বেশি করে পরিণত চরিত্র নির্বাচন করবেন। কারণ, বয়স সেখানে গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, তিন তারকাই তাঁদের সীমাবদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল। তাই কোনও সমস্যা হওয়ার কথা নয়।

‘পাঠান’ ছবির একটি দৃশ্যে শাহরুখ খান।

‘পাঠান’ ছবির একটি দৃশ্যে শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

যাট বছর বয়সের সঙ্গে এক সময় অমিতাভ বচ্চন, দিলীপ কুমার বা রাজেশ খন্নারা ‘ক্যারেক্টার রোল’ করতে শুরু করেন। সিংহভাগ তারকার ক্ষেত্রেই তা হয়। কিন্তু বলিউডের একাংশের যুক্তি, তিন খানের ছবি যদি না সফল হত, তা হলে হয়তো তাঁরাও অন্য রকমের চরিত্রে অভিনয় করতেন। কিন্তু ২০২৩ সালে শাহরুখ ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশন ছবি উপহার দিয়েছেন। সম্প্রতি ‘সিকন্দর’-এর প্রথম ঝলকে সলমনের অ্যাকশন অবতার দর্শকের পছন্দ হয়েছে। তাই শাহরুখ, সলমন এবং আমির যে আগামী দিনেও তাঁদের জনপ্রিয়তা ধরে রাখবেন, সে বিষয়ে ইন্ডাস্ট্রির একাংশ নিশ্চিত।

বলিউডের আর এক সিনেমা ব্যবসা বিশেষজ্ঞের যুক্তি, বয়সের সঙ্গে স্টারডম যে কমে না, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত তার অন্যতম উদাহরণ। উল্লেখ্য, তিন খানের থেকেই বয়সে রজনীকান্ত বড়। তা সত্ত্বেও তাঁর ছবি এখনও ব্লকবাস্টার হয়। কমল হাসনের বয়স এখন ৭০ বছর। কিন্তু ২০২২ সালে তাঁর ‘বিক্রম’ ছবিটি ব্লকবাস্টার হয়েছে। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, বয়সের সঙ্গে সঠিক ছবি নির্বাচন করলে, তারকারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন না।

image of Aamir khan

আমির খান। ছবি: সংগৃহীত।

তবে অন্য এক সিনেমা ব্যবসা বিশেষজ্ঞের মতে, কোনও সুপারস্টার তিন খানের পরিবর্ত হিসাবে উঠে আসতে পারেননি। তাই এখনও তাঁরা স্বমহিমায় বিরাজ করে চলেছেন। ইন্ডাস্ট্রির একাংশের মতে, তিন জন খানকে একমাত্র কড়া প্রতিযোগিতার সম্মুখীন করতে পারেন রণবীর কপূর, গত বছর অভিনেতার ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর, এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

তিন খানের ঝুলিতে চলতি বছরে কী কী ছবি রয়েছে? এই মুহূর্তে শাহরুখ ‘কিং’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। তবে ছবিটি আগামী বছরের শুরুতে মুক্তি পাওয়ার কথা। অন্য দিকে ইদে ‘সিকন্দর’ নিয়ে হাজির হবেন সলমন। আমির অভিনীত ‘সিতারে জ়মিন পর’ ছবিটিরও চলতি বছরে মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি, অভিনেতা তাঁর প্রযোজিত ‘লাহোর: ১৯৪৭’ ছবিতেও একটি ক্যামিয়ো চরিত্রে অভিনয় করবেন বলে খবর।

Advertisement
আরও পড়ুন