Prosenjit Son

বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, ছেলে মিশুকের অনুপ্রেরণা অন্য কেউ!

বাবা টলিউডের নায়ক। তার পরও অন্য এক নায়ককে দেখে চমকে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে। আনন্দে কী করলেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১০:২০
বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয়, তার জীবনের অনুপ্রেরণা কে, জানালেন মিশুক।

বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয়, তার জীবনের অনুপ্রেরণা কে, জানালেন মিশুক। ফাইল চিত্র।

বাকি পাঁচ জন ছেলেমেয়ের মতো তার কাছেও তিনি যেন আকাশের তারা। তাঁকে এক বার ছুঁতে পারলেই কেল্লাফতে! ত্রিশানজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশার দেখা পেয়ে সে আনন্দে আত্মহারা৷

মনে হতেই পারে, যার বাবা নিজেই সুপারস্টার, তারও কি এমন মনে হয়? হ্যাঁ হয়। তা আরও বেশি বোঝা গেল ত্রিশানজিতের এই পোস্টে। যদিও ইন্ডাস্ট্রিতে ওর পরিচয় মিশুক নামেই। সেই নামে বাদশাও শুভেচ্ছা জানালেন তাকে৷

Advertisement

বাদশার সই পেয়ে খুশি মিশুকও। কিং খান লিখে দিলেন, ‘‘মিশুককে অনেক শুভেচ্ছা। ভালবাসা।’’ সব শেষে বাদশার সই। যা পেয়ে ভীষণ খুশি তারকা-পুত্র। এত দিন অনেকেই জানতেন মিশুক মেসি ভক্ত৷ তাই তো তার বাড়ির ঠাকুরঘরেও মেসির ছবি টাঙানো থাকে। কিন্তু সে যে শাহরুখেরও ভক্ত, তা জানা ছিল না অনেকেরই। সেই গোপন রহস্যও ফাঁস হল বৃহস্পতিবার।

শুধুই ছবি আর সই নয়৷ মিশুক যে সত্যিই শাহরুখ ভক্ত, তার প্রমাণ হিসাবে সকলের সঙ্গে ভাগ করে নিল একটি ছোট্ট ভিডিয়ো। যেখানে দু’হাত খুলে শাহরুখের চেনা ভঙ্গিমায় পোজ দিতে দেখা গেল তাকে৷ সেই ভিডিয়োর নিচে মিশুক লেখে ‘আমার অনুপ্রেরণা।’

Advertisement
আরও পড়ুন