saraswati puja

বাসন্তী পুজোয় টলি তারকাদের জমজমাট আড্ডা, দেখুন ছবি

সরস্বতী পুজোর দিনে খিচুড়ি, লাবড়া, ভাজাভুজি, মিষ্টি সহযোগে সুন্দর দিন কাটালেন টলি তারকারা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৩
০১ ১৯
বাগদেবীর বন্দনায় আজ সারা দিন ধরে জমজমাট ছিল শ্রীভেঙ্কটেশ ফিল্মস-এর দফতর। তারকা সন্নিবিষ্ট এই সরস্বতী পুজো আজ থেকে নয়, বহু বছর ধরে হয়ে আসছে।

বাগদেবীর বন্দনায় আজ সারা দিন ধরে জমজমাট ছিল শ্রীভেঙ্কটেশ ফিল্মস-এর দফতর। তারকা সন্নিবিষ্ট এই সরস্বতী পুজো আজ থেকে নয়, বহু বছর ধরে হয়ে আসছে।

০২ ১৯
সরস্বতীর সামনে দাঁড়িয়ে ছবি তোলা সব থেকে জরুরি। সে কথা ভুললেন না কেউই। সরু হলুদ পেড়ে সাদা শাড়ি আর হলুদ ব্লাউজে ইশা সাহা সেই ‘রীতি’ ঠিক পালন করলেন।

সরস্বতীর সামনে দাঁড়িয়ে ছবি তোলা সব থেকে জরুরি। সে কথা ভুললেন না কেউই। সরু হলুদ পেড়ে সাদা শাড়ি আর হলুদ ব্লাউজে ইশা সাহা সেই ‘রীতি’ ঠিক পালন করলেন।

০৩ ১৯
রঙিন শাড়ির মতোই রঙিন ছিলেন পায়েল সরকার। ইশা যে ভাবে বাগদেবীর ব্যাকগ্রাউন্ডে ছবি তুলেছেন, সে ভাবেই অভিনেত্রী পায়েলও পোজ দিলেন ক্যামেরার সামনে।

রঙিন শাড়ির মতোই রঙিন ছিলেন পায়েল সরকার। ইশা যে ভাবে বাগদেবীর ব্যাকগ্রাউন্ডে ছবি তুলেছেন, সে ভাবেই অভিনেত্রী পায়েলও পোজ দিলেন ক্যামেরার সামনে।

Advertisement
০৪ ১৯
লাল ব্লাউজ, লাল ও সবুজ পাড়ের সাদা শাড়ি পরেছিলেন মনামী ঘোষ। লাল টিপে যেন সাক্ষাৎ ‘মা সরস্বতী’!

লাল ব্লাউজ, লাল ও সবুজ পাড়ের সাদা শাড়ি পরেছিলেন মনামী ঘোষ। লাল টিপে যেন সাক্ষাৎ ‘মা সরস্বতী’!

০৫ ১৯
বাঙালির প্রেম দিবস বলে কথা! একটু কাছাকাছি তো হতেই হবে। সে কথা মাথায় রেখেছিলেন সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু।

বাঙালির প্রেম দিবস বলে কথা! একটু কাছাকাছি তো হতেই হবে। সে কথা মাথায় রেখেছিলেন সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু।

Advertisement
০৬ ১৯
মঙ্গলবার তারকাদের ভিড় জমেছিল ভেঙ্কটেশের দফতরে। কুর্তি ও পাঞ্জাবির সাজে খোশমেজাজে ছবি তুললেন তারকা-দম্পতি ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চট্টোপাধ্যায়।

মঙ্গলবার তারকাদের ভিড় জমেছিল ভেঙ্কটেশের দফতরে। কুর্তি ও পাঞ্জাবির সাজে খোশমেজাজে ছবি তুললেন তারকা-দম্পতি ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চট্টোপাধ্যায়।

০৭ ১৯
কালো পাঞ্জাবি পরে নজর কাড়লেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। সরস্বতীর সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন ক্যামেরার জন্য।

কালো পাঞ্জাবি পরে নজর কাড়লেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। সরস্বতীর সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন ক্যামেরার জন্য।

Advertisement
০৮ ১৯
‘ওপেন টি বায়োস্কোপ’-এর বিখ্যাত জুটি থেকে বাস্তবের যুগল— অভিনেতা ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন বাগদেবীর আরাধনায়। গোলাপি-সবুজ পাড়ের হলুদ শাড়ি ও নজরকাড়া হার পরেছিলেন সুরঙ্গনা। আর ঋদ্ধির পরনে কালো রঙের গলাবন্ধ পাঞ্জাবি।

‘ওপেন টি বায়োস্কোপ’-এর বিখ্যাত জুটি থেকে বাস্তবের যুগল— অভিনেতা ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন বাগদেবীর আরাধনায়। গোলাপি-সবুজ পাড়ের হলুদ শাড়ি ও নজরকাড়া হার পরেছিলেন সুরঙ্গনা। আর ঋদ্ধির পরনে কালো রঙের গলাবন্ধ পাঞ্জাবি।

০৯ ১৯
বিশেষ আকর্ষণের তালিকায় প্রথম দিকে নাম ছিল নবাগতা সুস্মিতা চট্টোপাধ্যায়ের। ঐতিহ্যশালী এই পুজোয় প্রথম বার পা রাখলেন ‘প্রেম টেম’-এর অভিনেত্রী। লাল ব্লাউজ ও সাদা শাড়ির সাজে সুস্মিতার থেকে চোখ ফেরানো ছিল মুশকিল।

বিশেষ আকর্ষণের তালিকায় প্রথম দিকে নাম ছিল নবাগতা সুস্মিতা চট্টোপাধ্যায়ের। ঐতিহ্যশালী এই পুজোয় প্রথম বার পা রাখলেন ‘প্রেম টেম’-এর অভিনেত্রী। লাল ব্লাউজ ও সাদা শাড়ির সাজে সুস্মিতার থেকে চোখ ফেরানো ছিল মুশকিল।

১০ ১৯
বাসন্তী পুজোর জমায়েতে উপস্থিত ছিলেন ‘প্রেম টেম’-এর নায়ক সৌম্য মুখোপাধ্যায়ও। সাদা পাঞ্জাবি ও হলুদ জহরকোট পরে অনুষ্ঠানে এসেছিলেন অভিনেতা।

বাসন্তী পুজোর জমায়েতে উপস্থিত ছিলেন ‘প্রেম টেম’-এর নায়ক সৌম্য মুখোপাধ্যায়ও। সাদা পাঞ্জাবি ও হলুদ জহরকোট পরে অনুষ্ঠানে এসেছিলেন অভিনেতা।

১১ ১৯
একসঙ্গে ছবি তুলতে দেখা গেল বাংলার দর্শকের প্রিয় ‘ঝিলিক’ (শ্রীতমা ভট্টাচার্য) ও ‘বকুল’ (ঊষসী রায়)-কেও।

একসঙ্গে ছবি তুলতে দেখা গেল বাংলার দর্শকের প্রিয় ‘ঝিলিক’ (শ্রীতমা ভট্টাচার্য) ও ‘বকুল’ (ঊষসী রায়)-কেও।

১২ ১৯
অভিনেতা আবির চট্টোপাধ্যায় সস্ত্রীক এ দিনের আড্ডায় উপস্থিত হয়েছিলেন। অভিনেতা ও অধ্যাপিকা নন্দিনী চট্টোপাধ্যায় এক সঙ্গে ছবিও তুললেন সরস্বতী ঠাকুরের সামনে দাঁড়িয়ে।

অভিনেতা আবির চট্টোপাধ্যায় সস্ত্রীক এ দিনের আড্ডায় উপস্থিত হয়েছিলেন। অভিনেতা ও অধ্যাপিকা নন্দিনী চট্টোপাধ্যায় এক সঙ্গে ছবিও তুললেন সরস্বতী ঠাকুরের সামনে দাঁড়িয়ে।

১৩ ১৯
রঙিন শাড়িতে বাংলার জনপ্রিয় মহিলা গোয়েন্দা তুহিনা দাসও ছিলেন পুজোয়। সঙ্গে ছিলেন অভিনেত্রী অলিভিয়া সরকারও।

রঙিন শাড়িতে বাংলার জনপ্রিয় মহিলা গোয়েন্দা তুহিনা দাসও ছিলেন পুজোয়। সঙ্গে ছিলেন অভিনেত্রী অলিভিয়া সরকারও।

১৪ ১৯
গলাবন্ধ লাল ব্লাউজ ও লাল পেড়ে সাদা শাড়িতে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

গলাবন্ধ লাল ব্লাউজ ও লাল পেড়ে সাদা শাড়িতে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

১৫ ১৯
এ দিনের সরস্বতী পুজোয় আসল নায়ক ছিল এক জনই। প্রিয়াঙ্কা সরকার ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের এক মাত্র সন্তান, সহজ। সাদা পাঞ্জাবি পরে মায়ের স্পটলাইট কেড়ে আনন্দে মাতল খুদে।

এ দিনের সরস্বতী পুজোয় আসল নায়ক ছিল এক জনই। প্রিয়াঙ্কা সরকার ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের এক মাত্র সন্তান, সহজ। সাদা পাঞ্জাবি পরে মায়ের স্পটলাইট কেড়ে আনন্দে মাতল খুদে।

১৬ ১৯
সাদা-কালো পোশাকে অনেককেই হার মানালেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

সাদা-কালো পোশাকে অনেককেই হার মানালেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

১৭ ১৯
বিয়ের পর প্রথম সরস্বতী পুজো দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। একই রঙের সাজে দেখা গেল নবদম্পতিকে।

বিয়ের পর প্রথম সরস্বতী পুজো দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। একই রঙের সাজে দেখা গেল নবদম্পতিকে।

১৮ ১৯
সকলের পোশাকের রঙের সঙ্গে মিল রেখে কালো ব্লাউজ ও হলুদ শাড়িতে উপস্থিত অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়।

সকলের পোশাকের রঙের সঙ্গে মিল রেখে কালো ব্লাউজ ও হলুদ শাড়িতে উপস্থিত অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়।

১৯ ১৯
অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের পরনে ছিল ধূসর রঙের কাঁথা-স্টিচের শাড়ি। সঙ্গে লাল ব্লাউজ।

অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের পরনে ছিল ধূসর রঙের কাঁথা-স্টিচের শাড়ি। সঙ্গে লাল ব্লাউজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি