Shovon-Swastika

শোভনের গানের ভিডিয়োয় নায়িকা স্বস্তিকা, টাকার পরিবর্তে তাঁকে কী পারিশ্রমিক দিলেন শোভন?

আসছে শোভনের নতুন মিউজিক ভিডিয়ো। যে ভিডিয়োয় নায়িকা স্বস্তিকা দত্ত। স্বস্তিকার জন্যই এই বিশেষ গান বেঁধেছেন শোভন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৮:১৮
প্রথম বার শোভনের গানের ভিডিয়োয় দেখা যাবে স্বস্তিকা দত্তকে।

প্রথম বার শোভনের গানের ভিডিয়োয় দেখা যাবে স্বস্তিকা দত্তকে। ছবি : ইনস্টাগ্রাম।

স্বস্তিকা দত্ত এবং শোভন গঙ্গোপাধ্যায় টালিগঞ্জের জনপ্রিয় জুটি। এক জন ছোট পর্দার চর্চিত নায়িকা। অন্য জনের গানে মজে সারা দুনিয়া। নায়িকা আর গায়কের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এ বার একসঙ্গে প্রথম বার মিউজিক ভিডিয়োয় স্বস্তিকা আর শোভন। ক্যামেরার সামনে স্বস্তিকা। আর নেপথ্যে শোভন। গানের কথা, সুর এবং ভিডিয়োর পরিচালনা সবটাই শোভনের কৃতিত্ব। ব্যক্তিগত সম্পর্কর সঙ্গে এ বার পেশাদারি সম্পর্কেও জড়িয়ে পড়লেন দু’জনে। মিউজিক ভিডিয়োর নাম ‘একা বসে থাকি’।

Advertisement

প্রথম বার একসঙ্গে কাজ করলেন তাঁরা। সেই অভিজ্ঞতা জানতেই আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল স্বস্তিকার সঙ্গে। তাঁর কথায়, “এই প্রথম বার আমরা একসঙ্গে কাজ করছি। আমি চাইনি কোনও পেশাদারি সম্পর্ক তৈরি হোক। কিন্তু শোভন বলল, না এই গানটায় আমায় দেখতে চা‌য়। তবে পরিচালক শোভনের আত্মপ্রকাশও হচ্ছে এই ভিডিয়োর মাধ্যমেই।” বিশেষ বন্ধুর পরিচালনায় কাজ, সঠিক পারিশ্রমিক কি পেলেন স্বস্তিকা? নায়িকার কথায়, “না, ব্যাঙ্কে চেক ঢোকেনি ঠিকই, কিন্তু ভাল উপহার পেয়েছি। একটা ‘গুচি’র ব্যাগ উপহার পেয়েছি। আর কী চাই!”

দু’মাস আগেই এই মিউজিক ভিডিয়োর পরিকল্পনা হয়। উত্তর কলকাতার অলিগলিতে ঘুরে হয়েছে শুটিং। এখন অবশ্য স্বস্তিকা ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের শুটিং করতে ব্যস্ত।

Advertisement
আরও পড়ুন