Sreelekha Mitra

মহম্মদ রফি, অঞ্জনের গানে, চকোলেট কেকে জমজমাট শ্রীলেখার মেয়ের জন্মদিন

৭ ডিসেম্বর ১৭ বছরে পা দিল শ্রীলেখার মেয়ে ঐশী। মেয়ের জন্মদিনে কী আয়োজন করলেন মা শ্রীলেখা

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৫:২০
মেয়ে ঐশীর জন্মদিনে সপরিবারে শ্রীলেখা মিত্র।

মেয়ে ঐশীর জন্মদিনে সপরিবারে শ্রীলেখা মিত্র। ছবি: ফেসবুক।

আর কিছু দিন পরে সবে স্কুলের গণ্ডি পেরোবে তারা। সবে ১৭। কিন্তু তা তাদের ‘পার্টি’ দেখলে বোঝার উপায় নেই। কেউ ধরেছেন মহম্মদ রফি, আশা ভোঁসলের গান। কারও সুরে আবার অঞ্জন দত্ত। দুই দশক মিলে মিশে একাকার। বুধবারের সন্ধেটা এমন ভাবেই জমে উঠেছিল শ্রীলেখা মিত্রর। ৭ ডিসেম্বর ছিল মেয়ে ঐশীর জন্মদিন। মেয়ের জন্মদিনে বিশেষ আয়োজন হবে না, তা কি কখনও হয়!

Advertisement

শহরের নামজাদা ক্যাফেতে জমিয়ে উদ্‌যাপন করা হল ঐশীর জন্মদিন। বন্ধুদের নিয়ে জমিয়ে খাওয়াদাওয়া আর সঙ্গী মহম্মদ রফি, অঞ্জন দত্ত আরও কত কে। মেয়ের জন্মদিনের সেই বিশেষ মুহূর্তগুলিই ফ্রেমবন্দি করলেন মা শ্রীলেখা। অভিনেত্রী বরাবরই বলে এসেছেন স্বামী শিলাদিত্যর সঙ্গে বিচ্ছেদ হলেও মেয়ের জন্য সব সময় তাঁরা এক। এ ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

মা-বাবা-মেয়ের মিষ্টি ছবি প্রকাশ্যে এল এই বিশেষ দিনে। মা-বাবার কাছে তাঁদের সন্তান সব সময়ই বিশেষ। ঐশীর জন্মের সেই মুহূর্ত এখনও তাঁর চোখে স্পষ্ট। সদ্যোজাত ঐশীর সেই ছবি সকলের সঙ্গে ভাগ করে শ্রীলেখা লেখেন, তাঁর ছোট মায়ের জন্মের মুহূর্ত এখনও তাঁর কাছে টাটকা। সেই মুহূর্ত ভোলার নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement