Mrs. Undercover

বেশির ভাগ বাংলা ছবিতেই তিনি যেন ‘প্রপ’! রাধিকা আপ্তের সঙ্গে কাজ করার পর আক্ষেপ সাহেবের

দীর্ঘ সময় পর হিন্দি ছবিতে ছবিতে কাজ করলেন সাহেব চট্টোপাধ্যায়। কিন্তু তাঁর আফসোস, বেশির ভাগ বাংলা ছবিতে তাঁকে ‘প্রপ’ হিসাবেই ব্যবহার করা হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৮:২৬
Tollywood actor Saheb Chattopadhyay elated after sharing screen with Radhika Apte in Hindi movie Mrs. Undercover

অনুশ্রী মেহতা পরিচালিত ‘মিসেস আন্ডারকভার’ ছবিতে রাধিকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সাহেব। — ফাইল চিত্র।

মাঝে কেটেছে প্রায় ১৭ বছর। দীর্ঘ সময় পর আবার হিন্দি ছবিতে অভিনয় করলেন সাহেব চট্টোপাধ্যায়। ‘মিসেস আন্ডারকভার’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন রাধিকা আপ্তে। অনুশ্রী মেহতা পরিচালিত এই ছবিতে রাধিকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সাহেব। সম্প্রতি, এই থ্রিলারের ট্রেলারও প্রকাশ্যে এসেছে। ২০০৬ সালে একটি হিন্দি ছবিতে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের চরিত্রে অভিনয় করেছিলেন সাহেব। হেসে বললেন, ‘‘দুঃখের বিষয় ওই ছবিটা মাত্র কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছিল। তবে ‘মিসেস আন্ডারকভার’ ওটিটিতে মুক্তি পাচ্ছে বলে সকলেই দেখতে পাবেন।’’

Advertisement
Tollywood actor Saheb Chattopadhyay elated after sharing screen with Radhika Apte in Hindi movie Mrs. Undercover

‘মিসেস আন্ডারকভার’ ছবির একটি দৃশ্যে সাহেব এবং রাধিকা। ছবি: সংগৃহীত।

বেশ কয়েক বছর আগে কলকাতায় এই ছবির শুটিং হয়েছিল। কী ভাবে প্রস্তাব আসে? সাহেব বললেন, ‘‘আমার এক পরিচিতের মাধ্যমে প্রস্তাব আসে। ওঁরা আমার কাজ দেখে ডেকেছিলেন। কলকাতার এক হোটেলে নির্মাতাদের সঙ্গে দেখা করি। কেউ বিশ্বাস করবেন কি না জানি না, এই ছবির জন্য আমাকে কোনও অডিশন দিতে হয়নি।’’

রাধিকার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত সাহেব। অভিনেতার মতে, রাধিকা অত্যন্ত পেশাদার অভিনেত্রী। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলছিলেন, ‘‘আমি নিজে ওঁর অভিনয়ের ভক্ত। কাজের প্রতি ওঁর নিষ্ঠা না দেখলে বিশ্বাস করা কঠিন। শটের বাইরে ওঁর সঙ্গে সেই ভাবে কথা হয়নি। তবে মনে আছে, এক দিন আমরা সেটে সবাই ডাম্বশ্যারেড খেলেছি। খুব মজা হয়েছিল।’’

ছবিতে রাধিকা এক জন আন্ডারকভার এজেন্ট। কিন্তু স্বামী তার স্ত্রীর এই অন্য পরিচয় সম্পর্কে অবহিত নয়। বেশ কয়েক বছর আগে ইন্দ্রাণী হালদারের বিপরীতে ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন সাহেব। এই ছবিতে অভিনয় করতে গিয়ে কি পুরনো স্মৃতি ফিরে এসেছিল? সাহেব বললেন, ‘‘অবশ্যই। বুঝতে পারছি, ট্রেলার দেখে অনেকেই দুটো চরিত্রকে মেলানোর চেষ্টা করছেন। কিন্তু এই ছবিতে প্রচুর চমক রয়েছে। তাই আগে থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’’

হিন্দি ছবিতে সুযোগ পেয়ে কেরিয়ারের কোনও পরিবর্তন হবে কি না, তা নিয়ে বিচলিত নন সাহেব। বিশ্বাস করেন নিজের কাজে। সাফ বললেন, ‘‘হৃৎপিণ্ড বা হত্যাপুরীর মতো হাতেগোনা বাংলা ছবিতে কাজ করে মজা পেয়েছি। অধিকাংশ বাংলা ছবিতে তো আমাকে প্রপ হিসেবে ব্যবহার করা হয়েছে!’’ বাংলা ইন্ডাস্ট্রিতে কাজের প্রসঙ্গেই সাহেবের মন্তব্য, ‘‘আমি ঠিক করেই নিয়েছি, কাজ না থাকলে বাড়িতে বসে থাকব। কিন্তু নিজেকে এক্সপ্লয়েট হতে দেব না। জীবনে টাকাটাই সব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement