Ranojoy Bishnu

বদলে গেল ভূমিকা, এ বার ক্যামেরার পিছনে রণজয় বিষ্ণু?

প্রতি দিন তাঁকে ক্যামেরার সামনে দেখতে অভ্যস্ত দর্শক। এ বার নতুন ভূমিকায় দেখা যাবে রণজয় বিষ্ণুকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ২০:১৪
Tollywood actor Ranojoy Bishnu

রণজয় বিষ্ণু। ছবি: সংগৃহীত।

তাঁকে ক্যামেরার সামনে দেখতেই অভ্যস্ত দর্শক। তবে তিনি নিজেকে নিয়ে অনবরত পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকেন৷ এই মুহূর্তে ‘গুড্ডি’ সিরিয়ালে রণজয় বিষ্ণুকে দেখছেন দর্শক। অনুজ এবং ঋতুরাজ দুই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা৷ গল্প এগিয়েছে ছয় বছর। নতুন লুকে দেখা গিয়েছে রণজয়কে৷ বৃহস্পতিবার নতুন রূপে ধরা দিলেন অভিনেতা।

‘গুড্ডি’ সিরিয়ালের সেটে শুটিংয়ের ভিডিয়ো পোস্ট করেছেন রণজয়৷ তবে এই ভিডিয়োয় ভূমিকা উল্টেপাল্টে গিয়েছে৷ পরিচালককে দেখা গেল সামনের বিছানায় বসে রয়েছেন৷ অন্য দিকে ক্যামেরা ঘুরিয়ে চলেছেন সিরিয়ালের নায়ক। আর হাতে ক্যামেরা পেতেই উত্তেজিত অভিনেতা৷

Advertisement

ভিডিয়ো পোস্ট করে রণজয় লেখেন, ‘‘ক্যামেরার পিছনের এই চিত্রগ্রহণের কাজ আমার বরাবরের পছন্দের৷ মাঝেমাঝে নিজের ফোন নিয়েই শুরু করে দিই। তাই তিনি যেহেতু জানতেন আমার আগ্রহ আছে, তাই আমার চিত্রগ্রাহক ভালবেসে ট্রলি মুভমেন্ট শেখালেন৷ খুব মজা পেয়েছি।’’

কিছু দিন আগে নতুন লুকে তাঁকে দেখে চমকে গিয়েছিলেন দর্শক। পরনে খাকি কোর্ট, টুপি, গলায় মাফলার, এক গাল ভর্তি কাঁচা-পাকা দাড়িতে তাঁকে দেখে অবাক হয়েছিলেন সবাই। এ প্রসঙ্গে অভিনেতা লেখেন, ‘‘অভিনেতাদের জীবনে এই মুহূর্তগুলো যতটা পরিশ্রমের, অতটাই উপভোগ করার মতো। সে যে মাধ্যমেই হোক । এই লোকটা যতটা প্রভাবিত করেছে আমায়, অনেক কম চরিত্রই আমার জীবনে এতটা প্রভাব ফেলেছে। বাকি গল্প নিয়ে আমায় প্রশ্ন করে লাভ নেই। আমার লক্ষ্য শুধুমাত্র নিজের কাজটা মন দিয়ে করা। ব্যস এটুকুই।’’

Advertisement
আরও পড়ুন