Kaushik Sen

উনি চুক্তিভঙ্গ করেছেন! কৌশিকের বিরুদ্ধে অভিযোগ টলিপাড়ার পরিচালকের, কী বললেন অভিনেতা?

ছবির মুক্তি আসন্ন। এ দিকে ছবির প্রচার পর্বে অনুপস্থিত কৌশিক সেন। পরিচালক পড়েছেন ফাঁপরে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৭:২৩
Image of tollywood actor Kaushik Sen

নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই নাকি একটি বাংলা ছবির প্রচারপর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কৌশিক। ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় বকেয়া পারিশ্রমিকের দাবি বা শুটিং সম্পর্কিত অভিযোগ নতুন নয়। তবে এ বার অন্য ধরনের অভিযোগ এনেছেন পরিচালক শৌভিক দে। পরিচালকের নিশানায় টলিপাড়ার পরিচিত নাম অভিনেতা কৌশিক সেন। শৌভিকের ‘বরফি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। ছবির মুক্তি আসন্ন। কিন্তু পরিচালকের দাবি, এই ছবির প্রচারে অংশ নেননি কৌশিক।

Advertisement

ঠিক কী ঘটেছে জানতে শৌভিকের সঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়। শৌভিক বললেন, ‘‘আগামী মাসে আমার ছবির মুক্তি। কৌশিকদা ছবির মুখ্য চরিত্রে। কিন্তু উনি ছবির প্রচারের অংশ হতে রাজি নন। এতে তো আমার ছবির ক্ষতি হয়ে যাবে।’’ শৌভিক টলিপাড়ার তরুণ পরিচালক। সেখানে কৌশিকের মতো অভিনেতা ছবির প্রচারপর্ব থেকে সরে দাঁড়ানোর সিঁদুরে মেঘ দেখছেন তিনি। শেষ পর্যন্ত আর কোনও উপায় না দেখে শৌভিক মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নজরে আনেন।

Cast of movie Barfi

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ‘বরফি’ ছবির কলাকুশলীরা। ছবি: সংগৃহীত।

জানুয়ারি মাসে এই ছবির শুটিং শেষ করেন শৌভিক। পরিচালকের কথায়, ‘‘যে দিন শুটিং শেষ হয়, সেদিনই আমি ওঁকে পারিশ্রমিক মিটিয়ে দিই। উনি বড় মাপের অভিনেতা। চিত্রনাট্য পছন্দ হয়েছিল বলেই অভিনয় করতে রাজি হয়েছিলেন। তার পরেও কেন এ রকম করলেন, বুঝতে পারছি না।’’ কৌশিক যে ছবির প্রচারপর্বে সময় দেবেন, নির্মাতাদের দাবি চুক্তিপত্রেও তা লেখা ছিল। পরিচালক বললেন, ‘‘ওঁর কাছে দু’দিন সময় চেয়েছিলাম। কিন্তু কৌশিকদা জানিয়ে দেন যে, ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের ছবির প্রচারপর্বেও তিনি নাকি থাকেন না! কিন্তু নতুন পরিচালকদের সঙ্গেও এটা হলে, সেটা তো বাংলা ছবির ক্ষতি।’’

প্রসঙ্গত, মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন সম্পর্কে অবগত ছিলেন না কৌশিক। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে কৌশিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে ফোন করা হলেও ধরেননি। হোয়াটসঅ্যাপে বিষয়টি জানাতে কৌশিকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘আমার কিছু বলার নেই। পেশাগত এবং ব্যক্তিগত কাজের চাপে এই ছবির প্রচারে আমি থাকতে পারিনি।’’

মূলত রাজনৈতিক থ্রিলার ‘বরফি’। নামভূমিকায় অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ। কৌশিক ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অরিত্র দত্ত বণিক প্রমুখ। তা হলে শৌভিক এখন কী চাইছেন? বললেন, ‘‘কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু চাই কৌশিকদা আমার ছবির প্রচারে উপস্থিত থাকুন।’’

Advertisement
আরও পড়ুন