Debopriyo with Shah Rukh Khan

শাহরুখের সঙ্গে বিজ্ঞাপনে টলিপাড়ার অভিনেতা, কী কথা হল বাদশার সঙ্গে, জানালেন দেবপ্রিয়

টলিপাড়ায় তিনি পরিচিত মুখ। এ বার সোজা মুম্বইয়ে জাতীয় স্তরে বিজ্ঞাপনে অভিনয় করলেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। বিজ্ঞাপনে তাঁর সঙ্গে শাহরুখ খান!

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:০২
Tollywood actor Debopriyo Mukherjee shot an ad film with Shah Rukh Khan

(বাঁ দিকে) দেবপ্রিয় মুখোপাধ্যায় ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

শুটিংয়ের পর এক বছর মুখে কুলুপ এঁটেছিলেন। নিষেধ ছিল সম্প্রচারের আগে খবরটা ফাঁস করা যাবে না। নির্মাতাদের থেকে নির্দেশ পেতেই বৃহস্পতিবার সুখবরটি ফাঁস করলেন টলিপাড়ার অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায়। তিনি শাহরুখ খানের সঙ্গে একটি হিন্দি বিজ্ঞাপনে কাজ করেছেন। বাদশার সঙ্গে কাজের অভিজ্ঞতা আনন্দবাজার অনলাইনকে শোনালেন দেবপ্রিয়।

Advertisement

গত বছর মুম্বইয়ের একটি কাস্টিং সংস্থা থেক ফোন আসে দেবপ্রিয়র কাছে। বলা হয়, শাহরুখ খানের সঙ্গে একটি অনলাইন গেমিং অ্যাপের জন্য অডিশন দিতে হবে। দেবপ্রিয় বললেন, ‘‘সত্যি বলছি শাহরুখ খান শুনে প্রথমে ততটা আশাবাদী ছিলাম না। কিন্তু অডিশন দিই। তার পর হঠাৎ একদিন শুনি নির্বাচিত হয়েছি।’’ দেবপ্রিয় জানালেন, বিজ্ঞাপনটির পরিচালক হেমন্ত ভাণ্ডারির সঙ্গে তিনি আগেও কাজ করেছিলেন। অভিনেতার কথায়, ‘‘আমার কাজ স্যরের পছন্দ হয়েছিল বলেই হয়তো আমাকে উনি শেষ পর্যন্ত নির্বাচন করেন।’’

Tollywood actor Debopriyo Mukherjee shot an ad film with Shah Rukh Khan

শাহরুখের সঙ্গে শুটিং ফ্লোরে দেবপ্রিয়। ছবি: ফেসবুক।

মুম্বই থেকে ফোনটা আসে গভীর রাতে। ফোনের ও পার থেকে কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, ‘‘অনেক শুভেচ্ছা। আপনি শাহরুখ খানের সঙ্গে এই বিজ্ঞাপনের জন্য নির্বাচিত হয়েছেন।’’ সারাটা রাত চোখের পাতা এক করতে পারেননি দেবপ্রিয়। বললেন, ‘‘প্রথমে ভেবেছিলাম, আমার সঙ্গে কেউ ঠাট্টা করেছে। পরের দিন বিমানের টিকিট এবং হোটেলের কাগজপত্র এল যখন, তখন আমার ঘোর কাটে।’’

মুম্বইয়ের এক জন স্ট্রাগলিং অভিনেতার সঙ্গে শাহরুখ খানের কথোপকথন নিয়ে এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে। শাহরুখের সঙ্গে ছ’টি আলাদা কাহিনি নিয়ে ছ’টি বিজ্ঞাপন, যার একটিতে বাদশার বিপরীতে রয়েছেন দেবপ্রিয়। প্রথম দিন রিহার্সাল, পরের দিন চার-পাঁচ ঘণ্টার শুটিং। শাহরুখের সঙ্গে প্রথম আলাপ কেমন ছিল? দেবপ্রিয় বললেন, ‘‘পরিচালক আমাকে কলকাতার অভিনেতা দেবু, এই ভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ওঁকে সামনে দেখে আমার হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। অবাক হলাম, শাহরুখ হাত মিলিয়ে বললেন, ‘দেবু, আমি শাহরুখ খান।’ এতটাই সহজ ভঙ্গি, যেন উনি না বললে আমি ওঁকে চিনতেই পারতাম না।’’

টলিপাড়ায় সিরিয়ালের শুটিংয়ের ফাঁকে দেবপ্রিয় জানালেন, শুটিংয়ের ফাঁকে যেখানে সমস্যা হয়েছে সেখানেই বাদশা তাঁকে সাহায্য করেছেন। দেবপ্রিয়র কথায়, ‘‘এত বড় সুপারস্টার। এ দিকে আমাকে প্রয়োজনীয় সাজেশন দিলেন। টাইমিং ম্যাচ করিয়ে নিলেন। অকল্পনীয় ব্যাপার।’’ শাহরুখের সঙ্গে কাজ করে কী শিখলেন? দেবপ্রিয় বললেন, ‘‘অনেক কিছু। এটাই শিখলাম, মানুষ যত উপরের দিকে ওঠেন তিনি হয়তো ততটাই মাটিতে পা রেখে চলেন। ওঁকে দেখে আমার সেটাই মনে হয়েছে।’’

তবে শাহরুখের সঙ্গে কাজ করার পরেও মনের মধ্যে হালকা একটা আক্ষেপ পুষে রেখেছেন দেবপ্রিয়। বললেন, ‘‘অনেক আবদার করেছিলাম। কিন্তু শাহরুখের নিরাপত্তা টিমের তরফে ইউনিটের কারও ওঁর সঙ্গে সেলফি তোলার অনুমতি ছিল না।’’ কিন্তু শাহরুখের সঙ্গে অভিনয় করা যে তাঁর কেরিয়ারের অন্যতম মাইলফলক হয়ে থাকবে, সে কথাও জানাতে ভুললেন না অভিনেতা।

Advertisement
আরও পড়ুন