Sudipa Chatterjee

Tiasha Roy: ‘রান্নাঘর’-এর কর্ত্রী বদল! ‘কৃষ্ণকলি’ তিয়াশা এ বার সঞ্চালিকা সুদীপার জায়গায়

সুদীপার কথায়, ‘‘আমার সঙ্গে দর্শকদের প্রেমের সম্পর্ক। প্রেমে মিলন থাকলে বিরহও থাকবে’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৪:০৮
এবার  সুদীপা চট্টোপাধ্যায়ের ‘রান্নাঘর’ সামলাবেন  তিয়াশা রায়।

এবার সুদীপা চট্টোপাধ্যায়ের ‘রান্নাঘর’ সামলাবেন তিয়াশা রায়।

‘কৃষ্ণকলি’ শেষ। তিয়াশা রায় জি বাংলাতেই নতুন ভূমিকায়। এ বার তাঁকে কোন চরিত্রে দেখা যাবে?

আনন্দবাজার অনলাইনকে তিয়াশা জানিয়েছেন, এ বার তিনি সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের জায়গায়! করোনা সংক্রমণে সুদীপা অসুস্থ। ‘রান্নাঘর’ আপাতত তিনিই সামলাবেন। কিছু দিন আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের পিতৃবিয়োগের কারণে রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ সাময়িক সামলেছিলেন সুদীপা। তিয়াশার দাবি, এটাও ঠিক তাই। চ্যানেল থেকেও সম্প্রতি একটি লাইভ আড্ডার আয়োজন করা হয়েছিল। সেখানে নতুন সেটে, নতুন ভাবে এসেছিলেন তিয়াশা। ডাক পাওয়ার পরে একটুও ভয় করেছিল? ‘কৃষ্ণকলি’র আত্মবিশ্বাসী জবাব, ‘‘সুদীপাদির মতো আমি কখনওই হতে পারব না। আমি আমার মতো করে চেষ্টা করেছি।’’

Advertisement

কথা ছিল, ১২ দিনের জন্য এই বদল। ছোট পর্দার নায়িকা জানিয়েছেন, সেই সময়সীমা কমে হয়েছে আট দিন। তাঁর শ্যুট শেষ। আমন্ত্রিত অতিথিদের রেসিপি নয়, উত্তর এবং দক্ষিণ কলকাতার নানা স্বাদের রান্না শেখানো হবে আগামী ২৬ জানুয়ারি থেকে। বিকেল সাড়ে চারটেয়। প্রথম সঞ্চালনা করে কেমন লাগল? তিয়াশার মতে, ‘‘দারুণ লেগেছে। অন্য রকমের সাজ। অন্য ধাঁচের চিত্রনাট্য। কথাবার্তা নিজের মতো করে বলা। কত ধরণের রান্না আমিও শিখতে পারলাম। সব মিলিয়ে উপভোগ করেছি।’’

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সুদীপার সঙ্গেও। আট দিনের জন্য তাঁর জায়গায় তিয়াশা। সুদীপার অনুভূতি কী? নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী-সঞ্চালিকা? সুদীপার যুক্তি, ‘‘আমার কোভিডের নিভৃতবাস না কাটলে কী ভাবে শ্যুটিং করব? শরীর এখনও দুর্বল। আমাদের বাড়তি পর্বও তোলা ছিল না। ফলে, এটা করতেই হত।’’ আরও জানিয়েছেন, তিনি আগের থেকে অনেকটাই সুস্থ। আস্ত আস্তে শ্যুটে ফিরছেন। কিছু শ্যুট করেওছেন। সে গুলো গুছিয়ে সম্প্রচারিত হতে একটু সময় লাগবে। তত দিনে তিয়াশা তাঁর রান্নাঘর সামলাচ্ছেন। তিনি কৃতজ্ঞ।

সাময়িক সঞ্চালিকা-বদল নিয়ে রসিকতাও করতে ছাড়েননি তিনি। সুদীপার কথায়, ‘‘আমার সঙ্গে দর্শকদের প্রেমের সম্পর্ক। প্রেমে মিলন থাকলে বিরহও থাকবে। সেটাই আপাতত চলছে। আমাকে দেখতে না পেয়ে দর্শক মনখারাপ করবেন। বিরহে কাতর হবেন! তখনই আমি ফিরব। এর মজাই আলাদা।’’

Advertisement
আরও পড়ুন