Yishaan J Dasgupta

Children's Day: কেউ চোখের আড়ালে, কেউ মা-বাবার বিয়েতে, শিশু দিবসে ‘খুদে তারকা’দের গল্প

খাতায়-কলমে তারকা না হয়েও উপচে পড়ে খ্যাতি। ওদের ছবির অপেক্ষায় দিন গোনেন অনুরাগীরা। শিশু দিবসের শেষ বেলায় রইল টলিপাড়ার ‘খুদে তারকাদের’ গল্প।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২১:২৮
০১ ১০
প্রচারের ঝিলমিল আলো ওদের ঘিরে থাকে সারাক্ষণ। খাতায়-কলমে তারকা না হয়েও উপচে পড়ে খ্যাতি। ওদের এক-একটা ছবির অপেক্ষায় দিন গোনেন অনুরাগীরা। শিশু দিবসের শেষ বেলায় রইল টলিপাড়ার সেই কচি-কাঁচা ‘খুদে তারকাদের’ গল্প।

প্রচারের ঝিলমিল আলো ওদের ঘিরে থাকে সারাক্ষণ। খাতায়-কলমে তারকা না হয়েও উপচে পড়ে খ্যাতি। ওদের এক-একটা ছবির অপেক্ষায় দিন গোনেন অনুরাগীরা। শিশু দিবসের শেষ বেলায় রইল টলিপাড়ার সেই কচি-কাঁচা ‘খুদে তারকাদের’ গল্প।

০২ ১০
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র ছেলে ইউভান। বলিউডে যেমন সইফ আলি খান এবং করিনা কপূরের বড় ছেলে তৈমুরকে ঘিরে মাতামাতি, ঠিক তেমনই টলিউডে চর্চার কেন্দ্রে কুট্টি রাজ-পুত্র। ছোট্ট ছেলের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তই বন্দি হয় তারকা দম্পতির ক্যামেরায়।

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র ছেলে ইউভান। বলিউডে যেমন সইফ আলি খান এবং করিনা কপূরের বড় ছেলে তৈমুরকে ঘিরে মাতামাতি, ঠিক তেমনই টলিউডে চর্চার কেন্দ্রে কুট্টি রাজ-পুত্র। ছোট্ট ছেলের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তই বন্দি হয় তারকা দম্পতির ক্যামেরায়।

০৩ ১০
প্রেম, বিয়ে ভাঙা, আবার বিয়ে, সন্তান ধারণ— তাঁর ব্যক্তিগত মুহূর্তগুলি বার বার আতসকাচের তলায়। সেই নুসরত জাহান সন্তানের জন্ম দিয়েছেন তার পিতৃপরিচয় ধোঁয়াশায় রেখে। ঈশান জে দাশগুপ্তের একটিমাত্র ছবি প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে, যাতে সদ্যোজাতের মুখ স্পষ্ট নয়। জন্মের পর সন্তানের যশ দাশগুপ্তকে তাঁর সন্তানের বাবা হিসেবে পরিচয় দিয়েছেন নুসরত।

প্রেম, বিয়ে ভাঙা, আবার বিয়ে, সন্তান ধারণ— তাঁর ব্যক্তিগত মুহূর্তগুলি বার বার আতসকাচের তলায়। সেই নুসরত জাহান সন্তানের জন্ম দিয়েছেন তার পিতৃপরিচয় ধোঁয়াশায় রেখে। ঈশান জে দাশগুপ্তের একটিমাত্র ছবি প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে, যাতে সদ্যোজাতের মুখ স্পষ্ট নয়। জন্মের পর সন্তানের যশ দাশগুপ্তকে তাঁর সন্তানের বাবা হিসেবে পরিচয় দিয়েছেন নুসরত।

Advertisement
০৪ ১০
নবন্যা মাদনানী। লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানি এবং জিতের মেয়ে। মেয়েকে সাংবাদিকদের সামনে হোক বা ফেসবুক-ইনস্টাগ্রাম, কোথাওই সে ভাবে আনেন না তার অভিনেতা বাবা। কদাচিৎ স্ত্রী-কন্যাকে নিয়ে প্রকাশ্যে দেখা মেলে। ২০১১ সালে জিৎ-মোহনার বিয়ে। সেই বছরই তাঁদের জীবনে আসে নবন্যা।

নবন্যা মাদনানী। লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানি এবং জিতের মেয়ে। মেয়েকে সাংবাদিকদের সামনে হোক বা ফেসবুক-ইনস্টাগ্রাম, কোথাওই সে ভাবে আনেন না তার অভিনেতা বাবা। কদাচিৎ স্ত্রী-কন্যাকে নিয়ে প্রকাশ্যে দেখা মেলে। ২০১১ সালে জিৎ-মোহনার বিয়ে। সেই বছরই তাঁদের জীবনে আসে নবন্যা।

০৫ ১০
সম্প্রতি মেয়ের সঙ্গে লন্ডনে একান্তে সময় কাটিয়ে এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী ও তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তীর দুই ছেলে মেয়ে। বড় ছেলে অঙ্কন, মেয়ে ঋষণা। ঋষণার সঙ্গেই সদ্য হ্যারি পটারের দেশের অলিগলি চষে ফেলেছেন তারকা মা।

সম্প্রতি মেয়ের সঙ্গে লন্ডনে একান্তে সময় কাটিয়ে এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী ও তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তীর দুই ছেলে মেয়ে। বড় ছেলে অঙ্কন, মেয়ে ঋষণা। ঋষণার সঙ্গেই সদ্য হ্যারি পটারের দেশের অলিগলি চষে ফেলেছেন তারকা মা।

Advertisement
০৬ ১০
আর্জেন্টিনার ফুটবল দলের বড়সড় ভক্ত তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। ডাক নাম মিশুক। এই নামেই টলিপাড়ায় বেশি পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলে। আপাতত পড়াশোনার খাতিরে বিদেশে। তবে দুর্গাপুজোয় বাবা-মায়ের সঙ্গে কলকাতাতেই উৎসবের আমেজ মেখে গিয়েছেন এই কিশোর তারকা-সন্তান।

আর্জেন্টিনার ফুটবল দলের বড়সড় ভক্ত তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। ডাক নাম মিশুক। এই নামেই টলিপাড়ায় বেশি পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলে। আপাতত পড়াশোনার খাতিরে বিদেশে। তবে দুর্গাপুজোয় বাবা-মায়ের সঙ্গে কলকাতাতেই উৎসবের আমেজ মেখে গিয়েছেন এই কিশোর তারকা-সন্তান।

০৭ ১০
প্রাক্তন স্বামী তাহসান রহমান খানের সঙ্গে তাঁর কন্যা আয়রা। দ্বিতীয় বার বিয়ে হয়েছে রফিয়াত রাশিদ মিথিলার। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন সংসার। বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন মা-মেয়ে। দুই বাবার সঙ্গে একই ভাবে স্বচ্ছন্দ আয়রা। সৃজিতের সঙ্গে বেড়াতে যাওয়া থেকে তাহসানের সঙ্গে ভিডিয়ো কলে আড্ডা— আয়রা সব সময়েই উচ্ছল, ঝলমলে।

প্রাক্তন স্বামী তাহসান রহমান খানের সঙ্গে তাঁর কন্যা আয়রা। দ্বিতীয় বার বিয়ে হয়েছে রফিয়াত রাশিদ মিথিলার। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন সংসার। বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন মা-মেয়ে। দুই বাবার সঙ্গে একই ভাবে স্বচ্ছন্দ আয়রা। সৃজিতের সঙ্গে বেড়াতে যাওয়া থেকে তাহসানের সঙ্গে ভিডিয়ো কলে আড্ডা— আয়রা সব সময়েই উচ্ছল, ঝলমলে।

Advertisement
০৮ ১০
ছেলে কৃশিবের জন্যই আইনি বিয়ে সেরেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভার্মা। কৃশিবের সামনেই ফের বিয়ে করবেন তারকা দম্পতি। এ বার আনুষ্ঠানিক উদ্‌যাপন। গোয়ায় বাবা-মায়ের বিয়েতে নিতবর হবে একরত্তি। জন্মের পর বহু দিন ছেলেকে অনুরাগীদের সামনে আনেননি পূজা। আনন্দবাজার অনলাইনেই প্রথম বার ছেলের ছবি আনেন জনসমক্ষে।

ছেলে কৃশিবের জন্যই আইনি বিয়ে সেরেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভার্মা। কৃশিবের সামনেই ফের বিয়ে করবেন তারকা দম্পতি। এ বার আনুষ্ঠানিক উদ্‌যাপন। গোয়ায় বাবা-মায়ের বিয়েতে নিতবর হবে একরত্তি। জন্মের পর বহু দিন ছেলেকে অনুরাগীদের সামনে আনেননি পূজা। আনন্দবাজার অনলাইনেই প্রথম বার ছেলের ছবি আনেন জনসমক্ষে।

০৯ ১০
কোভিডের ধাক্কায় তখন বেসামাল কলকাতা। এমনই সময়ে কোয়েল মল্লিকের কোলে পুত্রসন্তান। নাম দিলেন কবীর। প্রযোজক নিসপাল সিংহ রানের ঘরনি কখনও তাঁর একরত্তিকে সান্তা ক্লজ সাজান। কখনও বা বাঙালি বাবু।

কোভিডের ধাক্কায় তখন বেসামাল কলকাতা। এমনই সময়ে কোয়েল মল্লিকের কোলে পুত্রসন্তান। নাম দিলেন কবীর। প্রযোজক নিসপাল সিংহ রানের ঘরনি কখনও তাঁর একরত্তিকে সান্তা ক্লজ সাজান। কখনও বা বাঙালি বাবু।

১০ ১০
খুদের নাম সহজ। প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছেলে। মা-বাবা এক ছাদের তলায় থাকেন না। কিন্তু ছেলেকে বড় করায় দায়িত্ব ভাগ করে নিয়েছেন সমানে সমানে। মায়ের সঙ্গেই থাকে ছেলে। সপ্তাহে এক দিন করে বাবার সঙ্গে দেখা।

খুদের নাম সহজ। প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছেলে। মা-বাবা এক ছাদের তলায় থাকেন না। কিন্তু ছেলেকে বড় করায় দায়িত্ব ভাগ করে নিয়েছেন সমানে সমানে। মায়ের সঙ্গেই থাকে ছেলে। সপ্তাহে এক দিন করে বাবার সঙ্গে দেখা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি