Tarun Majumdar

Tarun Majumdar: তরুণ মজুমদার ভাল নেই, পরিচালকের খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

গত কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন পরিচালক তরুণ মজুমদার। ‘বালিকা বধূ’, ‘দাদার কীর্তি’-সহ একাধিক সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৩:৪১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার অতি সঙ্কটজনক। যকৃৎজনিত সমস্যা নিয়ে গত কয়েক দিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৯২ বছর বয়সি এই পরিচালক। অসুস্থ পরিচালকের খোঁজ নিতে বৃহস্পতিবার হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার রাজনৈতিক ক্ষেত্রে বরাবরই মমতা-বিরোধী মুখ হিসেবে দেখা গিয়েছে তরুণ মজুমদারকে। সেই বিভাজন দূরে সরিয়ে যেভাবে বর্ষীয়ান পরিচালকের খোঁজ নিতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী, তাতে তিনি আবারও সৌজন্যের নজির রাখলেন বলেই মত রাজনৈতিক মহলের। জানা গিয়েছে, পরিচালককে দেখতে হাসপাতালে যান রাজনীতিবিদ কান্তি গঙ্গোপাধ্যায়, বিমান বসুরাও।

Advertisement

পরিচালকের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। দলে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, হৃদ্‌‌‌‌রোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, নেফ্রোলজিস্ট অর্পিতা চৌধুরী, সিসিইউ বিশেষজ্ঞ অসীম কুণ্ডু।

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক তিনি। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’ তার মধ্যে উল্লেখযোগ্য। শুধু ছবিই নয়, উপহার দিয়েছেন একের পর এক জুটি। ‘১৯৬২’-তে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান পরিচালক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন