‘মরালি’ ওয়েব সিরিজ়ের একটি দৃশ্যে তনুশ্রী এবং সপ্তর্ষি। ছবি: সংগৃহীত।
এক দিকে আরজি কর-কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। অন্য দিকে, নারী পাচার চক্র রুখতে পথে নামছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তবে সবটাই পর্দায়। নতুন ওয়েব সিরিজ়ে একজন সিআইডি অফিসারের চরিত্রে দর্শক অভিনেত্রীকে দেখতে চলেছেন।
বীরভূমের নিঝুমপুর রেলওয়ে স্টেশনের দরিদ্র ঠিকাকর্মী তাপস বাউরি। অভাবের সংসারে তার মুখে হাসি ফোটায় মেয়ে মরালি। কিন্তু একদিন সেই মেয়েটিই রহস্যজনক ভাবে নিরুদ্দেশ হয়। ঘটনাচক্রে মেয়েটিকে খুঁজতে তদন্তে নামে পরমা। ধীরে ধীরে রহস্য আরও ঘন হতে শুরু করে। এই প্রেক্ষাপটেই ওয়েব সিরিজ়ের পরিকল্পনা করেছেন পরিচালক শৌভিক মণ্ডল। নাম ‘মরালি’।
শৌভিক এর আগে ‘হস্টেল ডেজ়’ ওয়েব সিরিজ়টি পরিচালনা করেছেন। আরজি কর আবহে নারী পাচার চক্রের প্রেক্ষাপটে এই সিরিজ় কি দর্শককে আরও আকৃষ্ট করবে? পরিচালক বললেন, ‘‘দুটো বিষয়ের মধ্যে সরাসরি কোনও যোগসূত্র নেই। তবে আমি নারী ক্ষমতায়নের গল্প বলতে চাইছি। তাই দর্শকের পছন্দ হবে বলেই মনে হচ্ছে।’’
সিরিজ়ে একজন রূপান্তরকামী নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করছেন সপ্তর্যি মৌলিক। পরিচালক বললেন, ‘‘সপ্তর্ষিকে দর্শক আগে এই ভাবে দেখেননি। আমার বিশ্বাস, ওর অভিনয় দর্শককে চমকে দেবে।’’ সিরিজ়ের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, শিঞ্জিনী চক্রবর্তী, আয়েশা ভট্টাচার্য, জ্যামি বন্দ্যোপাধ্যায়, জুঁই সরকার, মানস মুখোপাধ্যায় প্রমুখ। পরিচালকের সঙ্গেই চিত্রনাট্য লিখেছেন রাকেশ ঘোষ।
কলকাতায় সিরিজ়টির শুটিং শুরু হয়েছে। আগামী মাসে আউটডোর হবে বোলপুর এবং উত্তরবঙ্গের লাভায়। সিরিজ়টি প্ল্যাটফর্ম এইট-এ মুক্তি পাবে।