আমিরের ইদে এলেন কারা? ছবি: সংগৃহীত।
চলতি মাসে নিজের জন্মদিনে প্রেমিকাকে প্রকাশ্যে আনেন আমির খান। শুধু সংবাদমাধ্যম নয়, প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিবারের সদস্যদেরও পরিচয়পর্ব সেরে ফেলেছেন আমির। গৌরীকে প্রকাশ্যে আনার পর আমিরের প্রথম ইদ। যদিও উৎসবের দিনে শুধু বর্তমান নয়, দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও এলেন আমিরের বাড়িতে।
অভিনেতার ফ্ল্যাটে প্রতি বছরের মতো এ বছরও ইদ উদ্যাপন করল খান পরিবার। সাদা পাঞ্জাবিতে দেখা গেল অভিনেতাকে। আগেই জানিয়েছিলেন অভিনেতা, সম্পর্ক ভেঙে গেলেও প্রাক্তন দুই স্ত্রী তাঁর বন্ধুর মতো। তাঁরা সকলে একটাই পরিবার। সদ্ভাব রয়েছে একে অপরের সঙ্গে। তাই আমিরের বাড়ির ইদে রিনা এলেন। কিরণ এলেন তাঁর ছেলে আজ়াদকে সঙ্গে নিয়ে। বড় ছেলে জুনেইদ ও আজ়াদকে নিয়ে বাড়ির বাইরে আসেন অভিনেতা, শুভেচ্ছাবার্তা দেন সকলকে। যদিও প্রেমিকা গৌরীকে এ দিন প্রকাশ্যে দেখা যায়নি। জানা গিয়েছে, প্রাক্তন ও বর্তমান সকলকে সঙ্গে নিয়ে খুশির ইদ পালন করলেন অভিনেতা।