Tapsee Pannu

ফের রণংদেহি তাপসী! আলোকচিত্রী দেখামাত্র মেজাজ হারিয়ে কী বললেন অভিনেত্রী?

ফের রণংদেহি তাপসী! আলোকচিত্রী দেখামাত্র মেজাজ হারিয়ে কী বললেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৫:১৪
তাপসীর সঙ্গে ফের বাগ্‌বিতণ্ডা।

তাপসীর সঙ্গে ফের বাগ্‌বিতণ্ডা। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে বলিউডে প্রায় ১০ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী তাপসী পন্নু। কারও সহযোগিতা ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হিন্দি সিনেমার জগতে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছবিতে। প্রত্যাশা চড়ালেও সে ভাবে দর্শকমহলে সাড়া ফেলতে পারেনি এই ছবি। গত বছর বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে তাপসীর। যার মধ্যে অন্যতম ছিল ‘ডাঙ্কি’। তবে যে কারণে তিনি বার বার সমালোচিত হয়েছেন, তা হল আলোকচিত্রীদের সঙ্গে তাঁর আদায় কাঁচকলায় সম্পর্ক। মাঝেমাঝেই আলোকচিত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে গিয়েও মেজাজ হারালেন। আলোকচিত্রীদের দেখা মাত্রই বললেন, “বাজে বাজে কথাই লিখবেন আমাকে নিয়ে, কেমন!”

Advertisement

এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রচার পছন্দ করেন না তাপসী। আলোকচিত্রী দেখলেই রেগে যান। তাঁর এই স্বভাবের সঙ্গে কেউ কেউ আবার জয়া বচ্চনের মিল খুঁজে পান। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য বার বার শিরোনামে এসেছেন জয়া বচ্চন। বিভিন্ন সময় তাপসী খানিক একই রকম ব্যবহার করেছেন আলোকচিত্রীদের সঙ্গে। এ বারও যেন একই মেজাজ বললেন, “আমাকে নিয়ে দয়া করে ভাল কিছু লিখবেন না। তা হলে ব্যাপারটা একঘেয়ে হয়ে যাবে। বাজেটাই লিখবেন। খুব কষ্ট করে আলোকচিত্রী-বিরোধী ভাবমূর্তি তৈরি করেছি, সেটা ভাঙবেন না।” তাপসী আরও জানান, তিনি তখনই ছবিশিকারিদের উপর চিৎকার করেন বা বিরক্ত হন, যখন তাঁরা তাঁর খুব কাছাকাছি চলে আসেন, কিংবা তাঁর গাড়ি ধাওয়া করেন। তাপসী বলেন, “প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনকে সম্মান করা উচিত।”

Advertisement
আরও পড়ুন