Tapsee Pannu

Taapsee Pannu: জীবনে ‘কেচ্ছা’ কম, সত্যিই কি তাই কর্ণের আড্ডায় ডাক পান না তাপসী?

যৌনজীবন মুখরোচক নয় বলেই কর্ণের আড্ডায় ডাক পাচ্ছেন না, বললেন তাপসী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১৬:৫৫
কর্ণের শো নিয়ে কটাক্ষ তাপসীর

কর্ণের শো নিয়ে কটাক্ষ তাপসীর

কর্ণের সঙ্গে কফির নতুন আড্ডাও জমে উঠেছে। একে একে সব তারকা ডাক পাচ্ছেন মুখরোচক সপ্তম মরসুমে। শুধু আমন্ত্রণ পাচ্ছেন না তাপসী পান্নু। কেন? প্রশ্নের উত্তরে অভিনেত্রী যা বললেন তাতে চক্ষু চড়কগাছ সকলের। তবে হ্যাঁ, বরাবরের মতো বুদ্ধিমত্তার সঙ্গে সোজাসাপ্টা জবাবই দিয়েছেন তিনি। এমন উত্তর যেন শুধু তাঁর কাছ থেকেই আশা করা যেত। তাপসীর জবাব ছিল, ‘‘আমার যৌনজীবন তো অত মশলাদার নয়! তাই হয়তো ডাকা হয় না।’’

Advertisement

এমন চমকপ্রদ উত্তরে হাসির রোল উঠল ফের। কর্ণের টক শো যে ভীষণ ভাবে যৌনগন্ধী, তা নিয়ে কটাক্ষ করার সুযোগ ছাড়লেন না তাপসী।

বর্তমানে আসন্ন ছবি ‘দোবারা’-র প্রচারে ব্যস্ত তাপসী। আগামী ১৯ অগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Advertisement
আরও পড়ুন