swastika dutta

Swastika: স্বস্তিকার ফেসবুক প্রোফাইল উড়িয়ে দেওয়া হল ‘রিপোর্ট’ করে, অসন্তুষ্ট অভিনেত্রী

কী কারণে অভিনেত্রীর ফেসবুক প্রোফাইল ‘রিপোর্ট’ করা হল?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১০:৪৬
স্বস্তিকা দত্ত

স্বস্তিকা দত্ত

ফেসবুক প্রোফাইল উড়ে গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা দত্তের। কোনও এক নেটাগরিক ‘রিপোর্ট’ করে এই কাণ্ডটি ঘটিয়েছেন। ইনস্টাগ্রামের সাহায্যে অনুরাগীদের কাছে এই বার্তা পৌঁছে দিলেন স্বস্তিকা।

অসন্তুষ্ট অভিনেত্রী। তাঁর গলার স্বরে বিরক্তি প্রকাশ পেল। তবে অনুরাগীদের আস্বস্ত করলেন, খুব তাড়াতাড়ি ফেসবুকে ফিরবেন তিনি। তত দিন যে তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ রাখবেন, সে কথা উল্লেখ করতেও ভোলেননি।

Advertisement

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো করে স্বস্তিকা জানালেন, ফেসবুকে তাঁর নামে একটি ভুয়ো প্রোফাইল ঘোরাফেরা করছিল। সেটার ছবি দিয়ে অভিনেত্রী ‘রিপোর্ট’ করার জন্য অনুরোধ করেন তাঁর বন্ধু ও অনুরাগীদের কাছে। কিন্তু কেউ ইচ্ছাকৃত ভাবে স্বস্তিকার আসল প্রোফাইলটি ‘রিপোর্ট’ করে দেয়। ফলে নিষ্ক্রিয় হয়ে যায় অভিনেত্রীর প্রোফাইল। স্বস্তিকার কথায়, ‘‘আমার দল কাজ করছে। এই সমস্যার সমাধান বার করার চেষ্টা করছেন তাঁরা।’’

আরও পড়ুন
Advertisement