Swara Bhasker

Swara Bhasker: করোনা আক্রান্ত স্বরা ভাস্কর, সপরিবার নিভৃতবাসে অভিনেত্রী

কোভিড আক্রান্ত হওয়ার আগে স্বরা যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রত্যেককেই অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ১৩:০৮
করোনা আক্রান্ত স্বরা।

করোনা আক্রান্ত স্বরা।

করোনা আক্রান্ত স্বরা ভাস্কর। ইনস্টাগ্রামে বিবৃতি জারি করে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা।

স্বরা লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত। ৫ জানুয়ারি আমি কিছু মৃদু উপসর্গ অনুভব করি। কোভিড পরীক্ষার ফলও তা-ই জানান দেয়। ৫ জানুয়ারি সন্ধে থেকে আমি এবং আমার পরিবার নিভৃতবাসে রয়েছি। সব ধরনের সাবধানতা অবলম্বন করছি।’ কোভিড আক্রান্ত হওয়ার আগে তিনি যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রত্যেককেই অসুস্থতার কথা জানিয়েছেন স্বরা। করোনা পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছেন। সকলকে সাবধান করে অভিনেত্রী বলেছেন, ‘দু’টি করে মাস্ক পরুন এবং সুরক্ষিত থাকুন।’

Advertisement

বলিউডের একাধিক তারকা বর্তমানে করোনা আক্রান্ত। গত বৃহস্পতিবার নোরা ফতেহির আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আসে। সোমবার সকালেই জন আব্রাহাম জানান, টিকা নেওয়ার পরেও সস্ত্রীক আক্রান্ত তিনি। ভাইরাস বাসা বেঁধেছে একতা কপূর, অর্জুন কপূর, অংশুলা কপূর এবং রিয়া কপূরদের মতো তারকাদের শরীরেও।

Advertisement
আরও পড়ুন