sushmita sen

Sushmita: এখনও পৃথিবীটা সুন্দর, বাড়ি ফিরে ভালবাসায় ভরে গেলেন সুস্মিতা

ললিত মোদীর সঙ্গে প্রেম করছেন শুনে গোটা বিশ্ব যেন বিরুদ্ধে চলে গিয়েছিল সুস্মিতার। আবার কি ফিরে পেলেন সব?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ২২:০৭
চেনা পৃথিবীটা ফিরিয়ে দিলেন অনুরাগীরাই

চেনা পৃথিবীটা ফিরিয়ে দিলেন অনুরাগীরাই

বিদেশ সফর সেরে ফিরেই আপ্লুত সুস্মিতা সেন। ঘৃণা, কটাক্ষের ঝড় শেষে ভালবাসায় উপচে পড়ছে তাঁর ঘর। ডাকযোগে উপহার, ফুল আরও কত কী এসে পৌঁছেছে তাঁর ঠিকানায়। সঙ্গে মন ছোঁয়া চিঠি। বিশ্ব জোড়া অনুরাগীরা আজও তাঁকে কতটা ভালবাসেন তা নতুন করে উপলব্ধি করলেন ব্রহ্মাণ্ডসুন্দরী। সকলের সঙ্গে ভাগ করে নিলেন উপহারের ঝলক। লিখলেন, ‘আমি ঠিকই জানতাম, পৃথিবীটা আজও সুন্দর।’

সুস্মিতা তাঁর এক ভক্তের লেখা চিঠিও পড়ে শোনান এর পর। নিশা নামের সেই মহিলা সুস্মিতাকে লিখেছেন, ‘প্রিয় সুস্মিতা ম্যাডাম, আমার যখন ক্লান্তি আসে, কষ্ট হয়, আমি জানি কী ভাবে নিজের মুখে হাসি ফোটাব। চোখ বন্ধ করে শুধু আপনার কথা ভাবি। মনটা খুশিতে ভরে যায়। আপনিই আমার বিশ্ব।’

Advertisement

ভক্তের এই বার্তায় বুক ভরে ওঠে সুস্মিতার। তিনি উত্তরে লেখেন, ‘আমার মুখেও হাসি ফুটিয়ে দিল তোমার কথাগুলো। অনেক ভালবাসা নিও, খুব ভাল থেকো মেরি জান!’ কয়েক দিনে ছবিটা এত বদলে যেতে দেখে ফের জীবনে আস্থা রাখতে শুরু করলেন সুস্মিতা।

গত ১৪ জুলাই প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীর সঙ্গে সম্পর্কের কথা জানাজানি হতেই নিন্দার ঝড় আছড়ে পড়েছিল অভিনেত্রীর যাপনে। তাঁকে অর্থলোভী, বিকৃত— নানান তকমা দেওয়ার প্রতিযোগিতা চলছিল। আহত সুস্মিতা লিখেছিলেন, মানুষের মন এত সংকীর্ণ হয়ে পড়েছে দেখে খারাপ লাগছে তাঁর। চেনা পৃথিবীটা কবে এত বদলে গেল?

তার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পাশে পেলেন এত জন শুভানুধ্যায়ীকে। বুঝলেন ব্যক্তিগত জীবন ব্যতিরেকে আজও তাঁকে অনেকেই ভালবাসে। সুস্মিতার চেনা পৃথিবীটা ফিরিয়ে দিলেন তাঁরাই।

Advertisement
আরও পড়ুন