Haraprasad Shastri

হরপ্রসাদের বাড়ি রক্ষার আবেদন

হরপ্রসাদ শাস্ত্রীর বসত-ভিটে রক্ষার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন নৈহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক সনৎ দে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৫:০৬
‘চর্যাপদে’র আবিষ্কর্তা হরপ্রসাদ শাস্ত্রী।

‘চর্যাপদে’র আবিষ্কর্তা হরপ্রসাদ শাস্ত্রী। ছবি: সংগৃহীত।

বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদে’র আবিষ্কর্তা হরপ্রসাদ শাস্ত্রীর বসত-ভিটে রক্ষার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন নৈহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক সনৎ দে। সেই সঙ্গে, নৈহাটির শাস্ত্রীপাড়া রোডে হরপ্রসাদের বাড়িটিকে ‘হেরিটেজ’ ঘোষণার দাবিও জানিয়েছেন তিনি। বিধায়কের বক্তব্য, “আমরা আগেই সাহিত্যিক সমরেশ বসু, গায়ক শ্যামল মিত্র, ব্যারিস্টার পি মিত্র, কেশব সেনের স্মৃতি বিজড়িত বাড়িগুলি হারিয়েছি। বহু জায়গায় আবাসন হয়েছে। রয়েছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটি।” সনতের আশা, এই বিষয়ে রাজ্য যথাযথ পদক্ষেপ করবে। প্রসঙ্গত, শুধু চর্যাপদই নয়, প্রাচীন বহু পুঁথি সংগ্রহ, সম্পাদনা, বৌদ্ধ-চর্চা, মৌলিক কথাসাহিত্য রচনার মতো বিভিন্ন ক্ষেত্রেই কৃতিত্বের সঙ্গে জুড়ে রয়েছে হরপ্রসাদের নাম।

Advertisement
Advertisement
আরও পড়ুন