মহম্মদ সেলিম। —ফাইল চিত্র।
স্বাস্থ্য-ক্ষেত্রে একের পর এক ‘দুর্নীতি’ এবং নিম্নমানের স্যালাইনের জেরে মেদিনীপুরে প্রসূতি-মৃত্যুর অভিযোগকে সামনে রেখে এ বার স্বাস্থ্য ভবন অভিযানের হুঁশিয়ারি দিলে রাখল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ দিন ফের দুর্নীতি-প্রশ্নে রাজ্য সরকারকে নিশানা করেছেন। সেই সূত্রেই তিনি বলেছেন, “হাসপাতালে নিষিদ্ধ, জাল স্যালাইন সরবরাহের দুষ্ট-চক্র চললেও স্বাস্থ্য প্রশাসন ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো দুর্নীতির টাকা কামানোর জন্য মানুষের প্রাণ নিয়ে খেলছেন। এটা চলতে থাকলে স্বাস্থ্য ভবন অভিযান করতে হবে।” তবে বিতর্কের মুখে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, “অসাধু কারবার যাঁরা করেন, তাঁদের বিরুদ্ধে তৎপরতার সঙ্গে দীর্ঘদিন কাজ করছে স্বাস্থ্য দফতর। এই বিষয়টি নিয়েও পদক্ষেপ করা হচ্ছে।”