Sushmita Sen-Rohman Shawl

সম্পর্ক ভেঙে যাওয়ার পরও একসঙ্গে ঘুরতে যান, সুস্মিতাকে নিয়ে কী বললেন রোহমন?

বলিপাড়ার অন্দরে যথেষ্ট ফিসফাস রয়েছে সুস্মিতা-রোহমনকে নিয়ে। আদতে কোন ধরনের সম্পর্কে রয়েছেন তাঁরা? নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন রোহমন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯
সুস্মিতা-রোহমনের সম্পর্ক এখন কোন খাতে!

সুস্মিতা-রোহমনের সম্পর্ক এখন কোন খাতে! ছবি: সংগৃহীত

২০২১ সালে আচমকাই প্রেমিক রোহমন শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা সেন। তার পর ললিত মোদীর সমাজমাধ্যমের পাতায় ধুমকেতূর মতো উত্থান হয় প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর। প্রকাশ্যে সুস্মিতাকে ভালবাসার কথা জানান বিতর্কিত প্রাক্তন আইপিএল কর্তা। যদিও নীরব ছিলেন সুস্মিতা। এর মাঝে আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেত্রী। সুস্থ হয়ে ফিরেছেন কাজেও। সেই থেকেই তাঁর সঙ্গে আবার দেখা যাচ্ছে রোহমন শলকে। যদিও প্রাক্তন প্রেমিকের ফিরে আসা নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবে সুস্মিতা আর কোনও সম্পর্ক নেই, সে কথা নিজেই জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। তবু বিভিন্ন সময় সুস্মিতা ও তাঁর মেয়েদের সঙ্গে দেখা যায় প্রাক্তন প্রেমিক রোহমনকে। এই নিয়ে বলিপাড়ার অন্দরে যথেষ্ট ফিসফাস রয়েছে। আদতে কোন ধরনের সম্পর্ক তাঁদের? নেটমহলে প্রশ্ন উঠেছে বার কয়েক বার। নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন রোহমন।

Advertisement

২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল সুস্মিতা-রোহমানের। বিচ্ছেদের সময় রোহমানের সঙ্গে নিজের ছবি দিয়ে প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী লিখেছিলেন, “আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম... ভালবাসাও থেকে যাবে।” সে কথাই রাখছেন সুস্মিতা! সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহমন বলেন, ‘‘আমাদের সম্পর্কটা ডাল-ভাতের মতো। আমরা একে অপরকে ভীষণ ভাল ভাবে বুঝতে পারি। তাই লোক কী বলে পাত্তা দিই। আর আমি রোজ অনেক কিছু শিখি ওর থেকে। সম্পর্ক ভেঙে গেলে বন্ধুত্ব ভেঙে যায় মানি না। আমাদের যে রোজ দেখা হয় তেমন নয়, আমাদের রোজ কথা হয় তেমন নয়। কিন্তু ওরা আমার পরিবার। যখনই ওদের আমাদের দরকার পড়বে আমি ওদের পাশে আছি।’’ সুস্মিতা বরবারই নিজের সময় তুলনায় অনেকটা এগিয়ে চলতি ধ্যানধারণা বরাবরই ভেঙেছেন তিনি। জীবন বেঁচেছেন নিজের শর্তে। জীবন সঙ্গী এসেছে কিন্তু সুস্মিতা নিজেই জানিয়েছেন, এমন কাউকে পাননি যাঁর সঙ্গে তিনি মনে করতে পারনে না বাকি জীবনটা কাটাতে পারবেন।

Advertisement
আরও পড়ুন